চলতি আইপিএলের ৩৪তম ম্যাচে আজ শুক্রবার (৪ মে) ইনদোর স্টেডিয়ামে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরে কঠিন পরিস্থিতিতে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে তারা। যার ফলে আইপিএলে টিকে থাকতে বাকি ৬ ম্যাচেই জিততে হবে তাদের।মুম্বাইয়ের সর্বশেষ দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে আজকের গুরুত্বপুর্ণ ম্যাচে মুম্বাইয়ের একাদশে মোস্তাফিজকে দেখতে চান অস্ট্রেলিয়ান পেসার শন টেইট।
তিনি বলেন, ‘ইনদোরের মাঠ ছোট। এমন মাঠে কাইরন পোলার্ডকে দলে দেখতে চাইব। অল্পতেই বাউন্ডারি ছাড়া করার সামর্থ্য রাখে সে। একই কারনে বেন কাটিংকে রাখতে চাইব আমি। এমন মাঠে বিগ হিটারদের জন্য বাড়তি সুবিধা থাকে। আর আমি মোস্তাফিজকে একাদশে দেখতে চাইব। এই মাঠে তার বিপক্ষে রান করা কঠিন হবে।’পাঞ্জাবের বিপক্ষে শন টেইটের মুম্বাই একাদশ-সূর্যকুমার যাদব, ইশান কিশান, রোহিত শর্মা, জেপি ডুমিনি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, বেন কাটিং, জাসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্ডে, মোস্তাফিজুর রহমান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন