শিরোনাম

প্রচ্ছদ /   কাটিংকে বাদ দিয়ে মুস্তাফিজকে একাদশে চান জাহির খান

কাটিংকে বাদ দিয়ে মুস্তাফিজকে একাদশে চান জাহির খান

Avatar

শুক্রবার, মে ৪, ২০১৮

প্রিন্ট করুন

গত আসরের চ্যাম্পিয়নদের এবারের আসরে শেষ চারে জায়গা করে নিতে হলে টানা জয়ের কোন বিকল্প নেই। গ্রুপ পর্বের বাকী সবগুলো ম্যাচেই জয় পেতে হবে মুস্তাফিজ-রোহিতদের মুম্বাই ইন্ডিয়ান্সের।এদিকে আজ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।ম্যাচটি হবে পাঞ্জাবের নতুন ঘরে। ছোট বাউন্ডারি ও ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এই ইনদোর স্টেডিয়ামে ব্যাটসম্যানরা নয়, বোলাররা পার্থক্য গড়ে দিবে, এমন ধারনা সাবেক ভারতীয় পেসার জাহির খানের।

তাই ক্রিস গেইলদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স একাদশে মুস্তাফিজুর রহমানকে দেখতে চান বিশ্বকাপ জয়ী এই বাঁহাতি পেসার। ছোট বাউন্ডারি ও ব্যাটিং স্বর্গের মাঠে মুম্বাই এর বোলিং শক্তিই জয় এনে দিবে। জাহিরের ভাষায়,‘ব্যাটিং ভারী করে দল সাজাতে চাইবে নাকি বোলিং নিয়ে ভাববে মুম্বাই… এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইবে রোহিতরা। ইনদোরের উইকেট ও বাউন্ডারি বিবেচনা করলে বলা যায় যে দিনটা বোলারদের জন্য সহজ হবে না। আমি মনে করি তাদের উচিত অবশ্যই মুস্তাফিজকে দলে নেয়া।’

গত ম্যাচে নিয়মিত ওপেনার এভিন লুইস ইনজুরির কারনে দলে না থাকায় কাইরন পোলার্ডকে মিডেল অর্ডারে সুযোগ দেয় মুম্বাই। এছাড়া দলে ছিলেন বেন কাটিং ও মিচেল ম্যাকক্লেনেগ্যান। আর টপ অর্ডারে খেলেছেন জেপি ডুমিনি।কিন্তু পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে এই বেন কাটিংকে বাদ দিয়ে হলেও মুস্তাফিজকে একাদশে রাখতে বলছেন জাহির খান। এই খুবই ভালো ব্যাটিং উইকেটে জয় পরাজয়ের পেছনের কারন থাকে ভালো বোলিং আক্রমনআপনার যখন ডেথ ওভারে মুস্তাফিজ ও বুমরাহর মত বোলার থাকবে, তখন এরাই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিবে। টি-টুয়েন্টি ম্যাচে অল্প ভুলেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। আর হাই স্কোরিং ম্যাচে দলে এক্স ফ্যাক্টর থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন