শিরোনাম

প্রচ্ছদ /   কত উইকেটে চেন্নাইকে পরাজিত করল কেকেআর ? বিস্তারিত দেখুন

কত উইকেটে চেন্নাইকে পরাজিত করল কেকেআর ? বিস্তারিত দেখুন

Avatar

বৃহস্পতিবার, মে ৩, ২০১৮

প্রিন্ট করুন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার (৩ মে) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই।৬ উইকেটে চেন্নাইকে পরাজিত করল কেকেআর

চেন্নাই=১৭৭/৫ । কেকেআর= ১৮০/৪ ওভার =১৭.৪ । সুনীল নারাইন=৩২(আউট) ,ক্রিস লিন=১২(আউট) ,রবিন উথাপ্পা= ৬(আউট) , শুভম্যান গিল= ৫৭ ,রঞ্জন সিং=১৬(আউট) , দিনেশ কার্তিক= ৪৫ ।অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে কলকাতা। ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক।

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এম.এস ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, কার্তন শর্মা, হরভজন সিং, লুঙ্গি এনজিদি, কে এম আসিফ।কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, দিনেশ কার্তিক, রঞ্জন সিং, শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, শিবম মভি, পিউশ চাউলা, মিচেল জনসন, কুলদীপ যাদব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন