শিরোনাম

প্রচ্ছদ /   ১০ বলের ওভার হবে ১০০ বলের খেলা: এটা পুরোটাই ফান

১০ বলের ওভার হবে ১০০ বলের খেলা: এটা পুরোটাই ফান

Avatar

বৃহস্পতিবার, মে ৩, ২০১৮

প্রিন্ট করুন

তৃতীয় বারের মত মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।সাগর পাড়ে এবারের আয়োজন একটু ভিন্ন ভাবে শুরু হয়েছে। কারন খেলা হবে ১০০ বলে যা আগে কখনো ক্রিকেট টুর্নামেন্টে হয়নি। তাই এই ১০০ বলের টুর্নামেন্ট নিয়ে একটু সমালোচনাও হচ্ছে।এই ধরনের সংক্ষিপ্ত ক্রিকেট দেশের ক্রিকেটের জন্য কতটা আশির্বাদ হবে। অনেকেই আবার বলছে এটা দেশের ক্রিকেটের জন্য ক্ষতি। তবে সেটি মানতে নারাজ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও টাইগার দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

এই প্রসজ্ঞে সুজন বলেন, এটা পুরোটাই ফান। আসলে।এটা আমরা ফান হিসাবে নিয়েছি।১০ বলের ওভার হবে ১০০ বলের খেলা।নতুন একটা কিছু কিন্তু সিরিয়াস কিছু না। এই নতুন খেলায় আজকে একটা দারুন ম্যাচ হলো।

এই ধরনের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে চানকি না সেটাও জানিয়ে দিলেন এই গতির দানব, না, না আমি এটা আসলে ওই ভাবে চিন্তা করি না।কিন্তু যেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যয়ে সেটা গুড এনাফ টেস্ট, ওয়ানডে ও টি- টোয়েন্টি। তবে নতুন এই ধরনের কোন টুর্নামেন্ট হলে হতে পারে কিন্তু আমার মনে হয় না সঠিক।

ভবিষ্যতে মাস্টার্স ক্রিকেট আরো জমকালো বলে তিনি আরো বলেন, আসলে মাদের মাথায় আছে একটা আন্তর্জাতিক পর্যায়ে মাস্টার্স টুর্নামেন্ট করার। পাকিস্তান, শ্রীলংকা ছাড়াও বিভিন্ন দেশের মাস্টার্স ক্রিকেটারদের নিয়ে খেলার।ইতোমধ্যে আমরা কোর্টনির সজ্ঞে কথা বলেছি। তো এটা করে অনেক অর্থের দরকার। আশা করি এই ধরনের অর্থ যদি পাই তা হলে বড় আকারে টুর্নামেন্ট করতে পারবো।আমরা ইতোমধ্যে এটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন