শিরোনাম

প্রচ্ছদ /   ব্রেকিং নিউজঃ সড়ক দুর্ঘটনার শিকার হলেন তাসকিন

ব্রেকিং নিউজঃ সড়ক দুর্ঘটনার শিকার হলেন তাসকিন

Avatar

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

প্রিন্ট করুন

ক্রিকেটে ক্যারিয়ারটা ভালো যাচ্ছে না তাসকিন আহমেদের। ইনজুরির সঙ্গে লড়ছেন, বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এবার সড়ক দুর্ঘটনার শিকার হলেন। শনিবার বিকেলে ঢাকাতেই এ ঘটনা ঘটেছে।অবশ্য হাত-পায়ে অল্প খানিকটা ব্যথা, চামড়া ছড়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্ঘটনার ছবি দিয়ে এ তথ্য জানান তাসকিন।

এই পেসার জানান, বন্ধুকে নিয়ে রিকশাযোগে কোথাও যাচ্ছিলেন। পেছন থেকে এসে একটি প্রাইভেটকার ধাক্কা দেয় তাসকিনদের বহনকারী রিকশাকে। তাসকিন ও তার বন্ধু দুজনেই পড়ে যান। রিকশার একটি চাকা পুরোপুরি ভেঙে গেছে।

ওই ফেসবুক পোস্টে তাসকিন লিখেন, ‘আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। আমি ও জনি দুজনেই রিকশাওয়ালার উপরে পড়ে যাই।

তাই বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হালকা-পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি। সবগুলোই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ, এটা আমার বিশ্বাস।’

পিঠের ইনজুরিতে ভুগছেন তাসকিন। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এমন সময়েই দুর্ঘটনায় পড়লেন। তবে ভাগ্য সুপ্রসন্ন বলেই কিনা তেমন কিছু হয়নি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫ টেস্ট, ৩২ ওয়ানডে আর ১৯ টি-টোয়েন্টি খেলা এই ফাস্ট বোলার নিজেকে ফিরে পেতে সর্বোচ্চ পরিশ্রম করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন