চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ শনিবার (২৮ এপ্রিল) পুনেতে মুখোমুখি দুই শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন। দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেই নিজেদের চেনা রূপে ফিরেছে ধোনির চেন্নাই। এরই মধ্যে ছয় ম্যাচ খেলেছে চেন্নাই। আমাদের ওয়ার্ল্ড স্পোর্টস ২৪ ফেসবুক পেজ থেকে সব স্কোর দেখে নিন ।
চেন্নাই = ১০০/২ , ওভার = ১৩ । অম্বাতি রাইডু=৪৬(আউট) ,শেন ওয়াটসন= ১২(আউট) , সুরেশ রায়না= ৩৮, ধোনি= ১ ।
যার মধ্যে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে তুলনামূলক শক্তিশালী দল গড়েও আইপিএলে ছন্দহারা গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্স: সূর্যকুমার যাদব, ইভিন লুইস, ইশান কিশান, রোহিত শর্মা, জাঁ পল ডুমিনি, কুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মার্কণ্ড, জাসপ্রিত বুমরা।আমাদের ওয়ার্ল্ড স্পোর্টস ২৪ ফেসবুক পেজ থেকে সব স্কোর দেখে নিন ।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, অম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, ধোনি, রাইট, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শারদুল ঠাকুর, ইমরান তাহির।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন