সময়টা খারাপ যাচ্ছে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভিরের। আইপিএলে এবছরই কলকাতা নাইট রাইডার্স তাদের এই অধিনায়কের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তবে অধিনায়ক হিসেবেই তিনি যোগ দিয়েছিলেন সাবেক দল দিল্লি ডেয়ারডেভিলসে। সেখানেও ৬ ম্যাচে পাঁচ পরাজয়ের পর ছেড়ে দেন অধিনায়কত্ব।
এমনকি পরের ম্যাচে বাদ পড়েন দল থেকে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নৈপুণ্যে ম্যাচটি জেতে দিল্লি। এরপর অনেকেই বলছেন গম্ভিরকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত যথার্থ ছিল। তবে আইয়ার জানিয়েছেন এটা পুরোপুরি গম্ভিরের সিদ্ধান্ত।
কয়েকদিন আগে দিল্লির অধিনায়কত্ব ছেড়েছেন গম্ভির। দলের ব্যর্থতা এতটা পুড়িয়েছে তাকে যে বাকি ম্যাচগুলোর জন্য কোন অর্থ না নেয়ারও সিদ্ধান্ত নিয়েছেন এই ৩৬ বছর বয়সী ওপেনার। তবে এই দায়িত্ব ছাড়ার পরই দল থেকে বাদ পেয়েছেন। দল তাকে ছাড়া দারুণ একটা জয় পেয়েছে। পরের ম্যাচগুলো খেলার সুযোগ পাবেন তো?
শুক্রবার কলকাতার বিপক্ষে ঘরের মাঠে ৪০ বলে অপরাজিত ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর ওপর ভর করেই ২১৯ রানের পাহাড়ে ওঠে দিল্লি। এটাই চলতি আইপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কলকাতাকেও তারা ৫৫ রানে হারায়।
অধিনায়ক পরিবর্তনের পর দারুণ জয়ে সবাইই খুশি। এমন মুহূর্তেই আইয়ার জানালেন গম্ভিরের কথা। এই অভিজ্ঞ ব্যাটসম্যান নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন এই ম্যাচে না খেলার, ‘সত্যি বলতে আমি কোন সিদ্ধান্ত নিই নি। তাকে বাদ দেয়া আমার সিদ্ধান্ত ছিল না। তিনি নিজেই খেলতে চাননি। আগের ম্যাচগুলোয় অধিনায়ক থেকে পরের ম্যাচেই না খেলাটা খুবই সাহসী সিদ্ধান্ত।’
গম্ভিরের ফর্ম চলতি আইপিএলে খারাপ যাচ্ছিল। এই ম্যাচে তার জায়গায় নেমে দলকে ভাল শুরু এনে দিয়েছিলেন কলিন মুনরো। তাই এই সিদ্ধান্তের পর গম্ভিরের প্রতি সম্মান অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন আইয়ার, ‘তার প্রতি সম্মান অনেক বেড়ে গেছে। যখন কোন অধিনায়ক ভাল খেলেন না এবং নিজেই সরে যান, এটা দেখতে ভাল লাগে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন