শিরোনাম

প্রচ্ছদ /   বিসিএলে সর্বোচ্চ রানের মালিক লিটন দাস

বিসিএলে সর্বোচ্চ রানের মালিক লিটন দাস

Avatar

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ‘স্পেশালিস্ট’ বলা হয় তুষার ইমরানকে। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার ১০ হাজারের বেশি রান আর সর্বোচ্চ ২৮টি সেঞ্চুরির মালিক। সদ্য শেষ হওয়া বিসিএলের শেষ পর্যন্ত তিনিই ছিলেন সর্বোচ্চ স্কোরার। তবে শেষ রাউন্ডে তাকে পেছনে ফেলে দিলেন জাতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

সদ্য সমাপ্ত বিসিএলে তুষার ৯০.৬২ গড়ে করেন ৭২৫ রান। ৯ ইনিংসের সাতটিতেই দক্ষিণাঞ্চলের মিডল অর্ডার ব্যাটসম্যান খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। চার সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি তিনটি। সর্বোচ্চ ১৪৮ রান। অন্যদিকে বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭৪ রানের চমৎকার ইনিংস খেলেন লিটন। বিসিএলের চলতি আসরে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১০ ইনিংসে তিনটি করে সেঞ্চুরি আর ফিফটিতে ৯৭.৩৭ গড়ে পূর্বাঞ্চলের ওপেনার লিটনের সংগ্রহ ৭৭৯ রান। 

এই দুজনের বাইরে বিসিএলের চলতি আসরে মধ্যাঞ্চলের ওপেনার সাদমান ৮ ইনিংসে ৬২.৫০ গড়ে করেন ৫০০ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে হাঁকান তিনটি ফিফটি। তার সর্বোচ্চ ১১২।

উত্তরাঞ্চলের ওপেনার মিজানুর রহমান দুই সেঞ্চুরিতে ১০ ইনিংসে ৪৮.৭৭ গড়ে করেন ৪৩৯ রান। সর্বোচ্চ ১০৬। পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হকও দুই সেঞ্চুরিতে ৮ ইনিংসে ৫১.১২ গড়ে করেন ৪০৯ রান। এবার করা ২৫৮ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন