চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ শনিবার (২৮ এপ্রিল) পুনেতে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সময় রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন।
দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেই নিজেদের চেনা রূপে ফিরেছে ধোনির চেন্নাই। এরই মধ্যে ছয় ম্যাচ খেলেছে চেন্নাই। যার মধ্যে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে তুলনামূলক শক্তিশালী দল গড়েও আইপিএলে ছন্দহারা গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সমান সংখ্যক
ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বলেন, ‘এখান থেকে আমাদের হয় সব দিয়ে খেলতে হবে। আমাদে
তিনি আরো বলেন, ‘বেসিক ক্রিকেটটা খেলাই মূল লক্ষ্য, ম্যাচের পরিস্থিতি বুঝে নিজেদের মানিয়ে নিতে হবে। সামনের দিকে আমাদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা সামর্থ্যের যদি ১০০ ভাগ দিতে পারি, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন