বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের শিরোপা ঘরে তুলেছিল মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। আর শিরোপা জয়ের পরপরই রংপুর ঘোষণা দিয়েছিল আসন্ন বিপিএলের জন্য মাশরাফি-গেইলকে দলে রেখে দিবে তারা। আর কথা দিয়ে সেই কথা রেখেছে রংপুর।
আসন্ন বিপিএলের জন্য মাশরাফি-গেইলকে রেখে দিয়েছে দলটি। এক সূত্র থেকে জানা যায়, আসন্ন আসরে মাশরাফি-গেইল ছাড়াও ব্রেন্ডন ম্যাককালামকেও ধরে রেখেছে দলটি। তাদেরকে ছাড়াও এরই মধ্যে আরো পাঁচজন বিদেশীদের সঙ্গে রংপুর চুক্তি সেরে ফেলেছে বলেও জানা যায়।
রংপুরের নিয়মিত সদস্য লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকেও আসন্ন আসরের জন্য দলে ভেড়াচ্ছে রংপুর। অন্যদিকে গেল আসরে কুমিল্লার হয়ে খেলা নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন মুনরো এবং পাকিস্তানি পেসার হাসান আলীকেও দেলে ভেড়াচ্ছে রংপুর।
এছাড়াও পাকিস্তানি তারকা শাদাব খান ও নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঞ্চিও আসন্ন আসরে রংপুরের
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন