শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফির টেস্ট খেলার একটি শর্ত জুড়ে দিলেন পাপন

মাশরাফির টেস্ট খেলার একটি শর্ত জুড়ে দিলেন পাপন

Avatar

শুক্রবার, এপ্রিল ২৭, ২০১৮

প্রিন্ট করুন

মাশরাফি আগেই জানিয়ে দিয়েছেন তিনি টি-২০ খেলবেন না, তবে টেস্ট খেলতে চান তিনি। মাশরাফি তেস্টে ফিরবেন। কিন্তু একটি শর্ত জুড়ে দিলেন বিসিবি সভাপতি।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেন ,’ মাশরাফি অবশ্যই খেলবেন, কিন্তু তাকে ফিট হয়েই খেলতে হবে। তারপ[অরেই আমরা তাকে টেস্টের জন্য বিবেচিত করবো।’

মাশরাফি অবশ্য জানিয়েছেন, টেস্টে প্রত্যাবর্তানের জন্য নয় নিজেকে ফিট রাখার জন্যই বিসিএল খেলেছেন তিনি,কোন বিশেষ উদ্দেশ্য নয়, আমি আসলে নিজেকে ফিট রাখার জন্য খেলছি। প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে অনেকে আগেই। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক খেলাও নেই। ম্যাচ অনুশীলন খুব জরুরি। তাই বিসিএলে খেলছি। নিজেকে ধরে রাখাই মূল উদ্দেশ্য।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন