শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবের সাথে অন্য কোন অলরাউন্ডারের তুলনা হয়না

সাকিবের সাথে অন্য কোন অলরাউন্ডারের তুলনা হয়না

Avatar

শুক্রবার, এপ্রিল ২৭, ২০১৮

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের মৌসুমে সানরাইজ হায়দ্রাবাদে হয়ে চমৎকার খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে প্রতিটি ম্যাচের জয় পিছনে অবদান রেখেছেন সাকিব আল হাসান।

হায়দরাবাদের হয়ে ৭ ম্যাচে তিনি নিয়েছেন ৮ টি উইকেট। এছাড়াও ব্যাট হাতে ৬ ইনিংসে করেছেন ১১৭ রান।

আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স দেখল ক্রিকেট বিশ্ব। আইপিএলে আজ আবারো ব্যাট এবং বল দুই বিভাগেই জ্বলে উঠলেন সাকিব আল হাসান। এবং বল হাতে তুলে নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। কিংস ইলেভেন পাঞ্জাবের মূল্যবান দুটি উইকেট মায়াঙ্ক আগারওয়াল, এবং অ্যারোন ফিঞ্চ আউট করেছেন সাকিব আল হাসান।

আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৩২ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন ব্যাট হাতে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। দলকে বিপর্যয় থেকে তুলে ধরেন সাকিব আল হাসান। ২৭ রানে ৩ উইকেট হারানো হায়দরাবাদকে পথ দেখান সাকিব আল হাসান।

মনিষ পান্ডিয়াকে সাথে নিয়ে দলকে নিয়ে যান ৭৯ রানে। কিছুটা ধীরগতিতে হলেও ২৯ বলে ২৮ রান করে মুজিবুর রহমানের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন সাকিব। শুধু ব্যাট হাতে নয় এদিন বল হাতে দলের বিপদের মুহূর্তে এসে উদ্ধার করেন সাকিব। নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাওয়া কিংস ইলেভেন পাঞ্জাব কে টেনে ধরেন তিনি। গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানকে অাউট করেন তিনি।

ইনিংসের নিজের প্রথম ওভারে ৬ রান দেন সাকিব আল হাসান। এবং নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলে আগারওয়ালকে অাউট করেন সাকিব। ওই ওভারে তিন রানের বিনিময়ে উইকেট তুলে নেন সাকিব। অার নিজের তৃতীয় ওভারে এসে অ্যারোন ফিঞ্চকে অাউট করেন সাকিব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন