ইনজুরি যেন খুব ভালোভাবেই ঘায়েল করেছে আইপিএলকে। একের পর এক ইনজুরির জন্য দল থেকে ছিটকে গিয়েছেন অনেক খেলোয়াড়। আর এই তালিকা দীর্ঘ করেছে আইপিএলের দল দিল্লি।
দলের অন্যতম সেরা পেসার রাবাদ ইনজুরির কারনে দল থেকে ছিটকে পড়েছেন অনেক আগেই। জেসন রয়অ ফিরে যাবেন সাউথ আফ্রিকায়। ক্রিস মরিসও ফিত নন শতভাগ।
যার কারনে নতুন করে ভাবতে হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলসকে। বদলী হিসেবে ভারতের বিপক্ষে বছরের শুরুতে টি-টুয়েন্টি অভিষেক হওয়া জুনিয়র ডালার দিকে দৃষ্টি দিল্লি ডেয়ারডেভিলসের।
শুধু দিল্লিই নয়, ইতিমধ্যে ৪৯ টি-টুয়েন্টি উইকেটের মালিক এই ফাস্ট বোলারকে পেতে চাইছে রাজস্থান রয়েলসও। লঙ্কান পেসার দুস্মন্ত চামিরা ইনজুরির কারনে আইপিএল থেকে ছিটকে পড়ায় বদলী ফাস্ট বোলার হিসেবে জুনিয়র ডালাকে চাইছে রয়েলসরা।
আফ্রিকার এই আলোচিত পেসার ৫২ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন