শিরোনাম

প্রচ্ছদ /   ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম ম্যাচে বাংলাদেশ দলের যে একাদশ চায় বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম ম্যাচে বাংলাদেশ দলের যে একাদশ চায় বিসিবি

Avatar

শুক্রবার, জানুয়ারী ১৫, ২০২১

প্রিন্ট করুন

সাধারণত কোনো সিরিজে একটি দলের স্কোয়াড থাকে ১৫ জনের। কোনো ক্ষেত্রে হয়ত সেটা বেড়ে ১৬ জনে গিয়েও দাঁড়ায়। তবে এবার স্কোয়াডে থাকছেন আরও বাড়তি ক্রিকেটার। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করতে যাচ্ছে ১৮ সদস্যের স্কোয়াড।

করোনাকালে উইন্ডিজ দল বাংলাদেশে এসেছে বিশাল বহর নিয়ে। কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে কিংবা ইনজুরিতে পড়লে সেটার জন্য যেন বাড়তি কোনো হ্যাপা সামাল দিতে না হয় সেজন্যই মূলত এমন ব্যবস্থা। ইতোমধ্যেই ক্যারিবিয়ান দলে হানা দিয়েছে করোনা। অফস্পিনার হেইডেন ওয়ালশ আইসোলেশনে রয়েছেন। ফলে বিকল্প ক্রিকেটার নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের।

ঠিক এই ভাবনার কারনেই বাংলাদেশ দলের স্কোয়াডও হচ্ছে বড়।  প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন ১৬ জানুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে স্কোয়াড। তিনি বলেন, ‘’আমরা ১৬ জানুয়ারি (শনিবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর ওইদিনই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।‘’

হঠাৎ কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে বিকল্প ব্যবস্থার জন্যই স্কোয়াড হচ্ছে ১৮ জনের এমনটা জানিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘’শুধু বায়ো বাবলে থাকাই নয়, কেউ হঠাৎ করোনায় আক্রান্ত হলে তখন বিকল্প ক্রিকেটারকে দলে নেয়ায় বিপত্তির সৃষ্টি হতে পারে। তাই আমরা একসঙ্গে ১৮ জনকে নিয়ে রাখতে চাই।‘’

মূল পর্বে মাঠে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে বল হাতে চমক দেখিয়েছেন দুই তরুণ পেসার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। অন্যদিকে আঙুলের ইনজুরিতে পড়া তাসকিন আহমেদকেও রাখা হচ্ছে স্কোয়াডে। ফলে ১৮ সদস্যের দলে থাকছেন মোট ৬ জন পেসার এমনটা জানা গেছে।

তাসকিনকে স্কোয়াডে অন্তর্ভূক্তি করার ব্যাপারে প্রধান নির্বাচক জানান, ‘’আমরা আশা করছি তাসকিনকে ১৬ জানুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলানোর। যদি সে খেলতে পারে এবং বোলিং করতে পারে, তাহলে কোনই সমস্যা নেই। ওই ম্যাচ খেলতে না পারলে তাকে নেয়া কঠিন হবে।‘’

সম্ভাব্য স্কোয়াডঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন,  সৌম্য সরকার,মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন