শিরোনাম

প্রচ্ছদ /   টাইগারদের জন্য নতুন বিশ্বসেরা ব্যাটিং কোচ নিয়োগ দিল বিসিবি

টাইগারদের জন্য নতুন বিশ্বসেরা ব্যাটিং কোচ নিয়োগ দিল বিসিবি

Avatar

সোমবার, ডিসেম্বর ২৮, ২০২০

প্রিন্ট করুন

নিল ম্যাকেঞ্জির বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং কোচের পদে জায়গা দেয়া হয়নি কাউকে। দেয়া হবে কি করে? তিনি বিদায় নেয়ার পর থেকে নেই কোন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেট না থাকার কারনে এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাথাব্যথা দেখায় নি নতুন কোন ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার জন্য।

গত অক্টোবরে শ্রীলংকার সাথে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল হয়ে যায় কোয়ারেন্টাইনের জটিলতার কারনে। আর তখন ক্রিকেটারদের ঝালিয়ে রাখার জন্য প্রথমে স্বল্প পরিসরে আয়োজন করে ৫০ ওভারের প্রেসিডেন্ট কাপ, যেখানে ৩ দলে অংশ নেয় মাত্র ৪৫ জন ক্রিকেটার। এরপর বড় পরিসরে আয়োজন করে বঙ্গবন্ধু টিটুয়েন্টি টুর্নামেন্ট যেখানে অংশ নেয় ৫ দল ও ৮৫ ক্রিকেটার সাথে মাঠে ফেরত আসে সাকিবও।

তবে এখন ঘনিয়ে আসছে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি। আগামী মাসে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আর তাই বিসিবি চাইছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই তামিম-মুশফিকদের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিতে।

বিসিবির প্রধান নির্বাহীর নিজাম উদ্দিনের ভাষ্য অনুযায়ী ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ। শীঘ্রই ব্যাটিং কোচের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।

“হ্যা আপনারা ব্যাটিং কোচের ব্যাপারে খুব শীঘ্রই জানতে পারবেন। অলমোস্ট ফাইনাল হয়েছে। আসলে হয় কি আমাদের এই কোচিং স্টাফ অ্যাপয়েনমেন্টের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের এডজাসমেন্টের প্রয়োজন হয়, সেই সময়টাই আমরা নিচ্ছি। অলমোস্ট ফাইনাল হয়ে আছে। আমরা আশা করি খুব শীঘ্রই নামটি পেয়ে যাবেন।”

উল্লেখ্য, বিসিবির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন ম্যাকেঞ্জি। তার বিদায়ের পর সাবেক নিউজিল্যান্ড কোচ ম্যাকমিলানকে নিয়োগ দিলেও বাংলাদেশ শিবিরে যোগ দেওয়ার আগে এই পদ থেকে সরে দাঁড়ান তিনি। মূলত পারিবারিক সমস্যার কারণে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়া হয়নি তার। তবে অনুমান করা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জন লুইস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন