শিরোনাম

প্রচ্ছদ /   মধ্যবিত্তদের সুখবর পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই হয়ে যাবে দ্বিগুণ

মধ্যবিত্তদের সুখবর পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই হয়ে যাবে দ্বিগুণ

Avatar

শনিবার, নভেম্বর ২৮, ২০২০

প্রিন্ট করুন

পোস্ট অফিস গ্রাহকদের জন্য নিয়ে এল এক নতুন স্কিম। এই দুর্দান্ত স্কিমে গ্রাহকদের টাকা ডবল হবে এমনটাই জানা গিয়েছে। এই বছর করোনা মহামারীর কারণে লকডাউন ঘোষনা করেছিল সরকার, সারা দেশে এই লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে, অর্থনৈতিক সমস্যায় ভুগছেন অনেকেই।

এই মুহূর্তে মানুষ খুঁজছে এমন কোনো স্কিম যাতে অল্প সময়ে টাকা ডবল হবে। এবার এই সব মানুষদের জন্য পোস্ট অফিস আনল খুশির খবর। পোস্ট অফিসের কিশান বিকাশ পত্র গ্রাহকদের জন্য বাজারে নিয়ে আসল এই নতুন স্কিম। যেই গ্রাহক বর্তমান বাজারে টাকা ডবল করার কথা ভাবছেন তিনি নিঃসন্দেহে এই স্কিমে ইনভেস্ট করতে পারেন, এমনটা জানিয়েছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ।

পোস্ট অফিস সরকারী হওয়ায় এই স্কিম নিয়ে আতঙ্কিত হওয়ারও কোনো প্রকার ব্যাপার নেই, গ্রাহকদের টাকা ও যে সুরক্ষিত থাকবে তা নিয়ে কোনোরূপ সন্দেহের অবকাশ নেই। এর সাথে সাথে গ্রাহকরা পাবে ডবল রিটার্নও। জানা গিয়েছে কিশান বিকাশ পত্রের এই স্কিমে ইনভেস্ট করার জন্য গ্রাহকের বয়স কমপক্ষে ১৮ বছর হতেই হবে। এই কিশান বিকাশ পত্রে স্কিম ম্যাচুরিটি হতে সময় লাগবে ১২৪ মাস।

ইন্ডিয়ান পোস্ট- এর ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, এই স্কিমে গ্রাহকরা ১০ বছর ৪ মাসের জন্য যদি ইনভেস্ট করে তাহলে তাদের টাকা ডবল হয়ে যাবে। এই স্কিমে ১০ লক্ষের বেশি যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে ইনকাম প্রুফ জমা দিতে হবে এখানে।

এই স্কিমে ১ লাখ টাকা গ্রাহকরা ইনভেস্ট করলে তা ২ লাখ টাকা হয়ে যাবে। এই স্কিমে নমিনির সুবিধাও দেওয়া হবে গ্রাহককে। এই স্কিম টিতে ৫০,০০০ টাকার বেশি ইনভেস্ট এর ক্ষেত্রেই প্যান কার্ড বাধ্যতামূলক এমনটাই দেখা গিয়ে ওয়েবসাইটে।

গ্রাহকরা এখানে সিঙ্গেল, জয়েন্ট যে কোনো অ্যাকাউন্ট ই খুলতে পারেন। KVP-তে গ্রাহকরা ১০০০, ৫০০০, ১০,০০০ ও ৫০,০০০ টাকা পর্যন্তও সার্টিফিকেট কিনতে পারবেন৷ আর দেরি না করে আপনিও হয়ে যান এই সরকারি স্কিমের গ্রাহক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন