শিরোনাম

প্রচ্ছদ /   হিন্দু ধর্মের অবমাননা করায় অমিতভের বিরুদ্ধে মামলা হতে পারে যে শাস্তি

হিন্দু ধর্মের অবমাননা করায় অমিতভের বিরুদ্ধে মামলা হতে পারে যে শাস্তি

Avatar

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২০

প্রিন্ট করুন

জনপ্রিয় টিভি শো কোন বনেগা ক্রোরপতি ও শোটির প্রধান সঞ্চালক অমিতাভ বচ্চনের বিরুদ্ধে দায়ের করা হল এফ আই আর। হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগে বলিউডের কিংবদন্তি বিগ বি অমিতাভ বচ্চন এবং ওই শো টির কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা হলো এফ আই আর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে।

শোনা যাচ্ছে, কোন বনেগা ক্রোরপতি শো টিতে করমবীর নামে একটি পর্বে প্রতিযোগী কে একটি প্রশ্ন করেন, ১৯২৭ সালে বি আর আম্বেদকর এবং তাঁর সঙ্গিরা কোন ধর্মগ্রন্থ এর প্রতিলিপি ছিঁড়ে ফেলেন। শো তে এর উত্তর এর অপশানে দেওয়া হয় ৪ টি নাম, যথাক্রমে বিষ্ঞুপুরান, ভগবত গীতা, ঋকবেদ ও মনুস্মৃতি। এর সঠিক উত্তর হিসাবে সেখানে মনুস্মৃতি উল্লেখ করা হয়।

উত্তর জানিয়ে দেওয়ার পর অমিতাভ জানান, ১৯২৭ সালে বি আর আম্বেদকর ও তার সঙ্গীরা মনুস্মৃতির প্রতিলিপি পুড়িয়ে দিয়েছিলেন।

এই উত্তরের প্রসঙ্গে বিগ বি যে কথা বলেন তা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবেগেই আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এরপর পরই একটি তথাকথিত হিন্দু সংগঠনের পক্ষ থেকে অমিতাভ বচ্চন ও কোন বনেগা ক্রোরপতি শো এর কতৃপক্ষের বিরুদ্ধে এফ আই আর করা হয়।

হিন্দু সম্প্রদায়ের ধর্মাবেগে আঘাত করার অভিযোগেই মুলতঃ এফ আই আর দায়ের করা হয় লখনৌ এর এক থানায়। এই ঘটনায় দেশ জুড়ে হিন্দু সংগঠন গুলি প্রতিবাদ জানাতে শুরু করে দিয়েছে। হিন্দু ভাবাবেগ নষ্ট করার জন্যই সোশ্যাল মিডিয়া টুইটারে ‘বয়কট কেবিসি’ বলে ট্রেন্ড শুরু হয়েছে।

উল্লেখ্য বর্তমানে দেশের চারদিকেই ধর্ম নিয়েই তোলপাড় অবস্থা। এই মত পরিস্থিতিতে কেবিসি তে এই ধরনের প্রশ্ন উত্তর স্বাভাবিক ভাবেই হিন্দু সংগঠন গুলিকে ধর্মীয় আঘাত করার ফলে তারা কেবিসি বয়কট করার আন্দোলনে নেমেছে। সমস্ত সোশ্যাল মিডিয়ায় তাদের এই প্রতিবাদ দেখা যাচ্ছে।  এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কেবিসি কর্তৃপক্ষ ও অমিতাভ বচ্চন এর কাছে জানতে চাওয়া হলে এখনও পর্যন্ত তাদের তরফ থেকে এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন