কিছুদিন আগে বলিউডের অতি পরিচিত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু’র পর নেটিজেন দের একাংশ সোশ্যাল মিডিয়া তুলেছিলেন বলিউডের নেপোটিজম তথ্য।
এই নেপোটিজমে নেটিজেন রা করন জোহার কেও বড়ো রকম দায়ী করেছিলেন।এই অভিযোগ এর রেশ কাটাতে কাটাতেই আবার ঝামেলার মুখে পড়লেন বলিউডের এই পরিচালক।এবার গোয়ায় শ্যুটিং এ গিয়ে আবর্জনা ফেলায় অভিযুক্ত হলেন পরিচালক।গোয়া সরকার তাকে আদেশ দিলেন,এই ভুলের জন্য জনসমক্ষে তাকে ক্ষমা চাইতে হবে।
কিছুদিন আগেই একটি ছবির শ্যুটিং করতে গোয়ায় যান করন সহ তার টিম।সেখানে উত্তর গোয়ার নেরুল গ্রামে আবর্জনা ফেলে নোংরা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।নেরুলের ই এক অধিবাসী সোশ্যাল মিডিয়ায় একটি আবর্জনার স্তুপ দেখিয়ে দাবী করেন দিপীকা পাডুকোন অভিনীত ছবির কাস্টের লোকজন ই এই আবর্জনা ফেলেছে।উল্লেখ্য এই ছবির ই পরিচালক করন জোহার।
শ্যুটিং এ ব্যবহৃত নোংরা কাপড় জামা সহ অন্যান্য আবর্জনা গ্রামে ফেলে নোংরা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।সোশ্যাল মিডিয়ায় ভিডিও টি ভাইরাল হওয়ার পরই নেটিজেন দের রোশের মুখে পড়েন করন।এরপরই করন জোহারের ধর্মা প্রোডাকশনের বি’রু’দ্ধে একটি কোর্ট নোটিশ পাঠায় এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া।
এরপর গোয়ার সরকার ও নড়েচড়ে বসে বিষয়টি নিয়ে।গোয়ার বর্জ্য প্রক্রিয়াকরন মন্ত্রী মাইকেল লোবো বলেন, আবর্জনা ফেলা ও তা পরিস্কার না করে চলে যাওয়ার জন্য ধর্মা প্রোডাকশান কে গোয়ার ওই গ্রামের অধিবাসী দের কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেছেন,
“ফেসবুকে ক্ষমা চেয়ে উনি লিখুন যে এই ভুল করেছি ও নিজের ভুল স্বীকার করুন। যদি উনি তা না করেন তাহলে আমরা ওর উপর জরিমানা করব। আমার বিভাগ ধর্মা প্রোডাকশনের উপর জরিমানা করবে।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন