সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু নিয়ে বলি পাড়ার অনেক তারকারাই নীরব ভূমিকা পালন করেছেন। শেখর সুমন কিংবা কঙ্গনা রানৌতের মত সরাসরি মুখ খুলতে দেখা যায়নি তেমন কাউকেই। যদিও কৃতি শ্যানন কিংবা অন্যান্য হাতে গোনা কয়েকজন তারকা কথা বলেছেন, তবে সেটা নেহাতই কম! নেটিজেনরা অবশ্য বলছেন নিজেদের ক্যারিয়ার বাঁচাতেই এই ইস্যুতে মুখ খুলতে রাজি নন তারকারা। এতদিন সুশান্তকে নিয়ে কিছু না বললেও এবার বলিউড তারকা হৃতিক রোশনের মা মুখ খুলেছেন।
হৃতিক রোশন নিজে কিছু না বললেও তার মা পিঙ্কি রোশন নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সুশান্তকে নিয়ে। সেই পোস্টে সুশান্তের একটি ছবি জুড়ে দিয়ে তিনি লেখেন, ‘’সকলেই সত্য জানতে চান, কিন্তু কেউ সত্য বলতে চান না।‘’
হৃতিকের মায়ের এমন পোস্টকে কেন্দ্র করে আবারও সরগরম সামাজিক মাধ্যম। সুশান্তের অনুরাগীরা কমেন্ট বক্সে বরাবরের মত প্রশ্ন তুলে যাচ্ছেন তার মৃ-ত্যু নিয়ে। বলিউড তারকার মৃ-ত্যু-র এতদিন পর হৃতিকের মায়ের এমন পোস্ট কাকে ইঙ্গিত করে দেয়া হয়েছে সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু-র পর লম্বা সময় পার হয়ে গেলেও এখনও পর্সন্ত রহস্যের সমাধান করতে পারেনি তদন্তকারী দলগুলো। তার মৃ-ত্যু-র পর কুপার হাসপাতাল থেকে দেয়া ময়নাতদন্তের রিপোর্ট পুনরায় পর্যালোচনা করে ফরেনসিক প্রতিবেদন দিয়েছে এইমসের গঠিত চিকিৎসক দল।
সিবিআইয়ের কাছে হস্তান্তর করা সেই প্রতিবেদনেও জানানো হয়েছে সুশান্ত আ-ত্ম-হ-ত্যা করেছেন। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, সিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারে দ্রুতই। তবে গণমাধ্যমের এমন খবর নাকচ করে দিয়ে সিবিআই জানিয়েছে তদন্তের কাজ এখনও ঢের বাকি।
সুশান্তের মৃ-ত্যু-র সাথে সরাসরি কারো যোগ না পাওয়া গেলেও তাকে আ-ত্ম-হ-ত্যা করতে কেউ প্ররোচিত করেছিল কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। পাশপাশি তার মৃ-ত্যু-র পেছনে কোনোভাবে মা-দ-ক জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন