এবার থেকে রেজিস্টার্ড মোবাইল নং এ এর ওটিপি ছাড়া গ্রাহক রা পাবেন না গ্যাস সিলিন্ডার। গৃহস্থালি বা বানিজ্যিক গ্যাসের ডেলিভারিতে বেড়েছে দূর্নীতি।এই দূর্নীতি রুখতেই কেন্দ্র সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে অনেকেই মনে করছেন।
কিছুদিন আগে কেন্দ্র সরকার এবং থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যে আগামী সময় বাড়তে পারে গ্যাস সিলিন্ডারের দাম। তবে পরবর্তীতে সময়ে দেখা গিয়েছে গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি।
যদিও কোথাও কোথাও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বেড়েছিল ।
গ্যাস রপ্তানির দূর্নীতি এখনও কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয়নি। প্রধানত সেই দূর্নীতি বন্ধ করতে এই নতুন নিয়ম জারি করেছে কেন্দ্র সরকার।এই নিয়ম আপনি না জানলে বা না মানলে মিলবে না গ্যাস সিলিন্ডার।
এই নিয়ম অনুযায়ী সঠিক গ্রাহককে চিন্হিত করতে ডেলিভারি অথেনটিকেশন কোড নতুন সিস্টেমটি প্রয়োগ করছে ।
এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা দেখেছি অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বিক্রি করে দেওয়া বা একজন গ্রাহকের বুক করা বরাদ্দ গ্যাস অন্য গ্রাহকের বাড়ি পৌঁছে দেওয়ার মতো ঘটনা।
এই সমস্ত ঘটনা গুলি বন্ধ করতে এই নয়া পদক্ষেপ কেন্দ্র সরকারের।
এই নিয়মে গ্রাহকরা ফোন করে গ্যাস সিলিন্ডার বুক করার সাথে সাথেই তাদের রেজিস্টার্ড মোবাইল নং এ একটি ওটিপি আসবে,সিলিন্ডার ডেলিভারি করার সময় সেই কোড ওই ডেলিভারিম্যান কে দিতে হবে, ওটিপি দিলে তবেই পাওয়া যাবে গ্যাসসিলিন্ডার।
যে সমস্ত গ্রাহক দের মোবাইল নং রেজিস্টার করা নেই,বা নং পরিবর্তন করতে হবে তাদের কে প্রথমে নিম্নলিখিত কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট http://mylpg.in/index.aspx -এ যেতে হবে তারপর সেখানে গ্রাহক কে তার গ্যাস সরবরাহ কারী সংস্থা টিকে বেছে নিতে হবে।তারপর সেখানে গ্রাহককে ইউজার নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।এরপর সেখানে My Profile নামক অপশান টিতে গিয়ে মোবাইল নং এ গিয়ে Change এ ক্লিক করতে হবে।এরপর সেখানে নতুন মোবাইল নং চাইবে।নতুন নং দেওয়ার সাথে সাথে নতুন নং এ একটি ওটিপি আসবে, সেই ওটিপি ওয়েবসাইট যথাযোগ্য জায়গায় ইনপুট করলে ভেরিফাইড দেখাবে এবং মোবাইল নং টি সংযুক্ত বা পরিবর্তন হয়ে যাবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন