শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে খেলতে যেদিন মাঠে নামবে বাংলাদেশী দুই ক্রিকেটার

আইপিএলে খেলতে যেদিন মাঠে নামবে বাংলাদেশী দুই ক্রিকেটার

Avatar

রবিবার, অক্টোবর ১৮, ২০২০

প্রিন্ট করুন

২০১৮ সাল থেকে শুরু হয় মেয়েদের আইপিএল।২০১৯ সালে প্রথমবার আইপিএল খেলে জাহানারা আলম। নিজের প্রথম আসরে রানার আপ হয় তার দল আইপিএল ভেনোসিটি। ফাইনালে তাদের ৪ উইকেটে হারায় সুপারনোভাস। ফাইনালে অসাধারণ বোলিং করেন তিনি। ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

গতবার ফাইনালে হারলেও এবার জিতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ তিনি। এবার স্বপ্ন দেখছেন আইপিএল জয় করার। ৪ নভেম্বর থেকে ৯ তারিখ পর্যন্ত হবে মেয়েদের আইপিএলের ৩য় আসর। মাত্র ৩ দল নিয়ে অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল।

এবারের আইপিএল কে সামনে রেখে নিজের লক্ষ্যের কথা জানান। তিনি বলেন ”প্রতি বছর এরকম একটি টুর্নামেন্ট আয়োজন হবে সেটা আগেই জানা ছিল। গত বছর আমি প্রথম খেলেছি। যুতসই পারফরম্যান্স ছিল। দলের প্রত্যেকে, কোচ আমার পারফরম্যান্সের প্রশংসা করেছিল। বুঝতে পারছিলাম হয়তো আমার উপর আবার আস্থা রাখবে। সেটি-ই হয়েছে।”

এছাড়া গত ফাইনাল নিয়েও কথা বলেন তিনি।তিনি আরও বলেন

”‘গতবার ফাইনালে জোড়া উইকেট পেয়েছিলাম। আগের ম্যাচে উইকেট না পেলেও বোলিং ছিল নিয়ন্ত্রিত। সব মিলিয়ে ভালো সময় কেটেছিল। খুব আত্মবিশ্বাস পেয়েছিলাম। এবার সেই আত্মবিশ্বাস আরো বেড়েছে। এবার ভালো করার ক্ষুধাও বেড়েছে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই যেতে চাই সেখানে। গতবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার লক্ষ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।”

সেই লক্ষ্য নিয়ে বিগত কয়েক দিন ধরে বেশ কঠোর অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তিনি। সেখানে গিয়ে প্রথমে কিছু দিন কোয়ারেন্টাইনে থাকা লাগবে তার। এবার তার সাথে খেলতে যাবে আরেক বাংলাদেশী অলরাউন্ডার সালমা খাতুন। সালমা খাতুন এবার প্রথমবার আইপিএলে ডাক পেয়েছেন।

টুর্নামেন্টের সূচি:

৪ নভেম্বর: সুপারনোভাস ও ভেলোসিটি

৫ নভেম্বর: ভেলোসিটি ও ট্রেইলব্লেজার্স

৭ নভেম্বর: ট্রেইলব্লেজার্স ও সুপারনোভাস

৯ নভেম্বর: ফাইনাল

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন