শিরোনাম

প্রচ্ছদ /   সুশান্ত মামলার রায় চুড়ান্ত পেল নাহ সুবিচার

সুশান্ত মামলার রায় চুড়ান্ত পেল নাহ সুবিচার

Avatar

শনিবার, অক্টোবর ১৭, ২০২০

প্রিন্ট করুন

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মামলার তদন্তের ইতি ঘটতে যাচ্ছে। বেশ কয়েক দফা জোর তদন্ত চালানোর পর এই মামলাটির ইতি ঘটতে যাচ্ছে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার মাধ্যমে।

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার বাবা কে কে সিং এর দায়ের করা মামলায় অভিযোগ করা হয় সুশান্তকে খুন করা হয়েছে। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মামলাটির প্রাথমিক তদন্ত কাজ চালায় মুম্বই পুলিশ। এরপর ইডির হাত ঘুরে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের কাছে।

সুশান্তের মৃত্যুর পর কুপার হাসপাতলের ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়েছিল সুশান্ত আত্মহত্যা করেছেন। তবে সেই প্রতিবেদন পুনরায় খতিয়ে দেখার জন্য সিবিআইয়ের তরফ থেকে আবারও ময়নাদন্তের রিপোর্ট পর্যালোচনার জন্য পাঠানো হয় এইমসের গঠিক বিশেষ চিকিৎসক দলের কাছে।

এইমসের পক্ষ থেকেও আগের রিপোর্টকে সত্য বলে ঘোষণা দেয়া হয় এবং সিবিআইয়ের কাছে তা জমা দেয়া হয়। সূত্রের খবর খুব দ্রুতই আদালতে এই প্রতিবেদন দাখিল করবে সিবিআই। পাশপাশি সিবিআইয়ের তরফ থেকে বেশ আগেই জানিয়ে দেয়া হয়েছিল সুশান্ত আত্মহত্যাই করেছেন। তবে তাকে আত্মহত্যা করতে কেউ প্ররোচনা দিয়েছিলেন কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছে সিবিআই।

সুশান্তের মৃত্যুর ফাইল ক্লোজ হতে যাচ্ছে শীঘ্রই এমনটা যেমনি একদিকে সত্য, তেমনি অপর দিকে এইমসের চিকিৎসক দলের প্রধান সুধীর গুপ্তের কল রেকর্ডিং ফাঁস হওয়া নিয়েও ধোঁয়াশা থেকেই যায়। সুশান্তের ভক্তরা মনে করছেন সুধীর গুপ্তের সেই ফাঁস হওয়া রেকর্ডিংয়ে বলা হয়েছিল সুশান্তকে খুন করা হয়েছে এবং ওইটাই সত্য।

গত চার মাসেও তদন্ত করে সুশান্তের মৃত্যুর প্রকৃত রহস্য তুলে আনতে ব্যর্থ হয়েছে সিবিআই এমনটাই দাবি করছেন তার অনুরাগীরা। পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে মামলার তদন্তভার হস্তান্তর কেবল নেটিজেনদের মুখ বন্ধ করার একটি পন্থা ছিল বলেও দাবি করছে একটি মহল। তাই সুশান্তের মামলার ইতি ঘটলেও বিতর্কের ইতি যে ঘটছে না সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন