আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রেসিডেন্ট কাপের ৩য় ম্যাচে মাঠে নামবে জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের একাদশ এবং নাজমুলের একাদশ। প্রথম ম্যাচে ২ দলের ফলাফল ২ রকম। প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস এগিয়ে রয়েছে নাজমুল একাদশ। এদিকে গতকাল মাহমুদুল্লাহ একাদশের বিরুদ্ধে হেরে ব্যাকফুটে আছে তামিম একাদশ।
দলের খারাপ খেলার মত ব্যক্তিগত ভাবে তামিমেরও বাজে দিন ছিল গতকাল।গতকাল মাত্র ২ রান করে সাজঘরে ফিরেন তিনি।আগামীকাল ম্যাচ টি শুরু হবে ১.৩০ মিনিটে।ম্যাচ টি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল পেইজ থেকে।
কোন টিভি চ্যানেলে দেখা যাবে না এই ম্যাচ টি।আগের ম্যাচ গুলোও দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল পেইজ থেকে। মূলত পুরো টুর্নামেন্টের সম্প্রচার হবে এখান থেকেই।
গতকাল তামিমের দল মাত্র ১০৪ রানে টার্গেট দেয় মাহমুদুল্লাহ একাদশ কে। ম্যাচে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায় মাহমুদুল্লাহর দল। বার্থডে বয় লিটন দাস শুন্য রানে সাজঘরে ফেরেন।তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। নুরুল হাসান সোহানের ৩৯ রানের উপর ভর করে শেষ পর্যন্ত তারা লক্ষ্যে পৌছে যায়। ম্যাচে ৫ উইকেটে জয় পায় তারা।
আগামীকাল ম্যাচের ২ দলের স্কোয়াড:-
নাজমুল (শান্ত) একাদশ (স্কোয়াড) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসিম আহমেদ, রিশাদ হোসেন।
তামিম একাদশ : তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু/ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন