বলিউডে সিনেমার অভিনেত্রী হিসেবে রিয়া চক্রবর্তীর যতটা পরিচিতি এরচেয়ে বেশি পরিচিতি ছিল সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হিসেবে। সুশান্তের মৃত্যুর পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর থেকেই রিয়ার দিকে আঙুল তুলে আসছিলেন নেটিজেনরা। সুশান্তের বাবা কে কে সিংয়ের করা মামলায়ও প্রধান অভিযুক্ত তিনি।
রিয়াকে নিয়ে বলি পাড়ায় সমালোচনার শেষ নেই। মাদক কাণ্ডে রিয়াকে জেলেও থাকতে হয়েছে এক মাসের মত। লাখ টাকার বন্ডে বর্তমানে জামিনে রয়েছেন রিয়া। তবে যাকে নিয়ে এত সমালোচনা সেই রিয়াই এবার প্রতিদ্বন্দী হতে যাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস’-র!
সালমান খানের সঞ্চালনায় অন্যতম জনপ্রিয় এই অনুষ্ঠানে রিয়া চক্রবর্তীর আসার খবর প্রকাশ হয়েছে অনুষ্ঠানটির প্রযোজক রোহিত চৌধুরীর মন্তব্যের পরই। রিয়েলিটি এই শোতে রিয়ার যুক্ত হবার কথা জানিয়ে রোহিত জানিয়েছেন, সদ্য জামিনে মুক্ত হওয়া রিয়া চক্রবর্তীকে ‘বিগ বস ১৪’ রিয়ালিটি শো এর মধ্যে দেখতে চান রোহিত। দেশের মানুষের সামনে নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ পাবেন রিয়া এই শো এর মধ্যে দিয়ে এমনটাই জানান প্রযোজক।
বিগ বসে রিয়ার আসা প্রসঙ্গে প্রযোজক রোহিত চৌধুরী আরও জানিয়েছেন, ‘রিয়ালিটি শো ‘বিগ বস’ এমন একটি পদ্ধতি যেখানে কোনো মানুষ বেশিদিন লোক দেখানো ইমেজ ধরে রাখতে পারে না। এটাতে মানুষের আসত সত্ত্বা বেরিয়ে আসবেই। কেননা সেখানে দিনের পর দিন বন্দি থাকতে হয়। তাই নিজেকে লুকিয়ে রাখা সম্ভব নয়।‘’
মূলত রিয়ার প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশিত হয়ে আসছে। সুশান্তের মৃত্যুর পর থেকেই আলোচনায় ছিলেন রিয়া। তাই তার নানা অজানা তথ্য জানার আগ্রহ থেকেই মূলত তাকে বিগ বসের মত রিয়ালিটি শোতে আনার পরিকল্পনা করেন প্রযোজক রোহিত চৌধুরী।
যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত রিয়ার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আদৌ তিনি ‘বিগ বস ১৪’তে যাবেন কিনা সে ব্যাপারে এখনও শতভাগ নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন