বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তামিমরা। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রিয়াদের দল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রিয়াদ একাদশ। রিয়াদের নেতৃত্বাধীন দলে ব্যাটসন্যানরা অবশ্য সুবিধা করতে পারেনি নাজমুল একাদশের বোলারদের সামনে। লিটন কুমার দাস, মুমিনুল হকরা দায়িত্ব নিতে না পারায় প্রথম ম্যাচে তাদের ইনিংস থেমেছে মাত্র ১৯৬ রানে। অবশ্য রানের দেখা পেয়েছিলেন ইমরুল কায়েস ও রিয়াদ দুজনেই। দলের বোলাররা শুরুটা বেশ শক্তভাবেই করেছিলেন। তবে মাঝারি পুঁজি থাকার কারনে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেন নি দলকে। প্রথম ম্যাচের ব্য্র্থতা ভুলে তাই তামিমদের বিপক্ষে জয় ব্যাতিত কিছুই ভাবছেন না দলের ক্রিকেটাররা।
অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রিয়াদ একাদশের বিপক্ষেই মাঠে নামছে তামিম একাদশ। দলের ব্যাটিং অর্ডারে ক্যাপ্টেন তামিমের পাশাপাশি ভরসার নাম হতে পারে বিপিএল মাতানো ইয়াসির আলি চৌধুরী, জাতীয় দলের নিয়মিত সদস্য মোসাদ্দেক হোসেন সৈকত ও অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন। এছাড়া বল হাতে গতির ঝড় তুলতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া বোলিং বিভাগে তামিম ভরসা করতে পারেন তাইজুল ইসলাম এবং খালেদ আহমেদের উপর।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ একাদশঃ লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, রুবেল হোসেন, আবু হায়দার রনি এবং এবাদত হোসেন।
তামিম ইকবাল একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী, আকবর আলি, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শেখ মাহাদি হাসান।
দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে ১৩ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন