ভিক্ষাবৃত্তি বিশ্বের সকল দেশেই রয়েছে। বিশ্বের যত উন্নত দেশই হোক না কেন সেখানে কিছু সংখ্যক মানুষ তাদের জীবীকা হিসেবে ভিক্ষাকে বেছে নিতে দেখা যায়। নিজেদের থাকার জায়গা না থাকায় হয়ত পথেই রাত কাটান এই শ্রেণির অনেক মানুষ। তবে এবার ভিক্ষাবৃত্তি করে পাওয়া লটারি থেকে ৪৩ লক্ষ টাকা জেতার খবর এসেছে। যা নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে।
ফ্রান্সের পশ্চিমে অবস্থিত বন্দর শহর ব্রেইস্টে বসবাস করতো কিছু ভিক্ষুক। একসাথে চারজন ভিক্ষুক পথে বসেই ভিক্ষাবৃত্তি করতো। বয়সের দিক দিয়ে এখনও ৩০ এর গণ্ডি না পেরোলেও তাদের প্রধান জীবিকা যেন এটাই। নিয়মিত ভিক্ষা করে ভাগ্যের চাকা যখন সচল রাখার ভাবনায় দিন পার করছেন তারা তখনই আসে বিস্ময়কর এক খবর।
সম্প্রতি এই চার ভিক্ষুককে ভিক্ষা হিসেবে এক ব্যক্তি একটি স্ক্র্যাচকার্ড দেয়। যার মূল্য মাত্র ১ ইউরো। আর সেই স্ক্র্যাচকার্ডেই ঘুরে যায় তাদের ভাগ্যের চাকা। এই স্ক্র্যাচকার্ড ঘষে তারা জিতে নেয় ৫০ হাজার ইউরো! ভারতীয় মুদ্রায় এই ৫০ হাজার ইউরোর মূল্য দাড়ায় ৪৩ লক্ষ টাকা। অবিশ্বাস্য এমন লটারি জিতে বেজায় চওড়া হাসি এই চার ভিক্ষুকের মুখে।
এদিকে ফরাসি লটারি সংস্থা এফডিজে গত মঙ্গলবার (৬ অক্টোবর) এই লটারি জেতার খবর প্রকাশ করেছে। যেহেতু চার ভিক্ষুক একসাথে ভিক্ষা করার সময় তারা এই স্ক্র্যাচকার্ড পেয়েছিলেন তাই চার জনকেই লটারির টাকা ভাগ করে দিয়েছে সংস্থাটি।
এফডিজের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘’এই পুরস্কার পাবার পর তারা হতবাক হয়ে গিয়েছিল। ওই প্রাপ্ত অর্থ তারা কীভাবে খরচ করবেন সে ব্যাপারে কোনো পরিকল্পনা নেই তাদের। এই অর্থ দিয়ে তারা শহর ছাড়ার কথা ভাবছেন।‘’
লটারির এই মোটা অঙ্কের টাকা জয়ের পর ভিক্ষাবৃত্তি ছেড়ে নতুন কোনো পেশায় নিজেদের ভাগ্য গড়ার চেষ্টা করবেন তারা এমন খবরও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন