শিরোনাম

প্রচ্ছদ /   সুশান্তের মৃত্যু নিয়ে এবারে যা বলল প্রত্যক্ষদর্শী

সুশান্তের মৃত্যু নিয়ে এবারে যা বলল প্রত্যক্ষদর্শী

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০

প্রিন্ট করুন

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগের দিন ১৩ জুন সুশান্তের সাথে একটি পার্টিতে গিয়েছিলেন রিয়া! এমনই দাবি করে বসেছেন এক বিজেপি নেতা। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এমনটাই জানান সেই বিজেপি নেতা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে বিরাজ করছে টালমাটাল অবস্থা। সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বলিউডের মাদক কাণ্ডের নানা দিক। বর্তমানে এই মাদক মামলায় জেল থেকে মুক্ত আছেন রিয়া।

সুশান্তের মৃত্যুর আগে ৮ জুন তার ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলেন রিয়া। এরপর আর সুশান্তের সাথে তার দেখা হয়নি এমনটাই দাবি করা হচ্ছিল এতদিন। তবে ১৪ জুন সুশান্তের মৃত্যুর আগে ১৩ জুন এক রাজনীতিবিদের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সুশান্ত এবং রিয়া দুজনেই। পার্টি শেষে রিয়াকে তার বাড়ি পৌঁছে দিয়েছিলেন সুশান্ত এমনটাই দাবি বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তের।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিবেকানন্দ জানান সেই রাজনীতিবিদের জন্মদিনের পার্টিতে কারা উপস্থিত ছিল সবকিছুই তাকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তার ভাষ্য,

“১৩ জুন একজন রাজনীতিবিদের জন্মদিনের পার্টি ছিল। এ বিষয়ে আরও এক রাজনীতিবিদ টুইটও করেছিলেন, কীভাবে লকডাউনের মধ্যে পার্টি করছে তারা। এর অর্থ হচ্ছে ওই মন্ত্রী জানেন সেই পার্টিতে কারা ছিল। প্রত্যক্ষদর্শী আমায় জানিয়েছেন, ১৩ জুন রাত ২-৩ টার মধ্যে সুশান্ত রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিল। আর রিয়া দাবি করে যাচ্ছেন ৮ জুনের পর সুশান্তের সাথে তার কোনো দেখাই হয়নি। ১৪ জুন সুশান্তকে মেরে ঝুলিয়ে দেয়া হয়। যে তদন্তকারী সংস্থা এ বিষয়ে তদন্ত করছে তাদের ব্যাপারটি খতিয়ে দেখা উচিত।”

মুম্বই পুলিশের সাথে রিয়া চক্রবর্তীর এক ধরনের সখ্যতার খবর প্রকাশ হয়ে গিয়েছিল বেশ আগেই। তদন্তের ক্ষেত্রেও নানা অভিযোগ উঠেছে মুম্বই পুলিশের বিরুদ্ধে। ফলে এই বিজেপি নেতা জানিয়েছেন সেই প্রত্যক্ষদর্শীর পরিচয় তিনি মুম্বই পুলিশের কাছে দিবেন না। তিনি আরও বলেন, “সিবিআই যদি আমাকে ফোন করে তাহলে সেই প্রত্যক্ষদর্শীর পরিচয় আমি দিব। তবে মুম্বই পুলিশের কাছে আমি তার পরিচয় দিব না।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন