শিরোনাম

প্রচ্ছদ /   তাসকিনের বোলিং এ বিধস্ত রিয়াদ ইমরুল দেখেনিন বৃষ্টির আগে সর্বশেষ আপডেট

তাসকিনের বোলিং এ বিধস্ত রিয়াদ ইমরুল দেখেনিন বৃষ্টির আগে সর্বশেষ আপডেট

Avatar

সোমবার, অক্টোবর ৫, ২০২০

প্রিন্ট করুন

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুইদিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে রায়ান কুক একাদশ এবং ওটিস গিবসন একাদশ। প্রথমে ব্যাট করতে নামা ওটিস গিবসন একাদশের ওপেনার সাইফ হাসানকে দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন রায়ান কুক একাদশের পেসার তাসকিন আহমেদ।

ম্যাচের শুরুতেই দলকে সাফল্য এনে দেয়া তাসকিন গত ম্যাচেও ছিলেন দুর্দান্ত। তার গতির ঝড়ে নাকাল হয়েছিল প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। ফলে প্রশংসা কুড়িয়েছিলেন দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। আজকের এই ম্যাচেও আগের ম্যাচের মতই আলো ছড়াতে শুরু করেছেন দিনের প্রথম থেকেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত  প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ-ইমরুল কায়েসদের স্কোর ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান। ওটিস গিবসন একাদশের দুই ব্যাটসম্যানকে ম্যাচ শুরুর এক ঘন্টার মাঝেই ডাগ আউটে ফিরিয়েছেন পেসার তাসকিন।

উল্লেখ্য, দুই দলে ভাগ হয়ে খেলতে যাওয়া দুইদিনের এই প্রস্তুতি ম্যাচে যথারীতি দুই দলের নেতৃত্বে থাকছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। ওটিস গিবসন একদশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং রায়ান কুক একাদশের অধিনায়কত্বে থাকছেন মুমিনুল হক। প্রথম ম্যাচে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল না খেললেও দ্বিতীয় ম্যাচে রায়ান কুক একাদশে যোগ দিতে দেখা গিয়েছে তামিম ইকবালকে। দুই দিনের এই প্রস্তুতি ম্যাচটি আজ এবং আগামীকাল (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসাইন, মুস্তাফিজুর রহমান এবং দ্বাদশ খেলোয়াড় রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: তামিম ইকবাল, ইয়াসির আলি চৌধুরী, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং দ্বাদশ খেলোয়াড় আলামিন হোসাইন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন