বলিউডের খ্যাতিমান পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী পায়েলের করা ধর্ষণ মামলায় গতকাল (১ অক্টোবর) ভরসোভা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুরাগকে। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অনুরাগ জানিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
অনুরাগকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে এমন খবর জানা গিয়েছিল গতকালই। যৌন হেনস্তা ও ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে অনুরাগের বিরুদ্ধে তা বেশ আগে থেকেই অস্বীকার করে আসছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে অনুরাগ জানিয়েছেন, মামলায় যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেই সময়ে তিনি সিনেমার কাজে শ্রীলঙ্কায় ছিলেন। ফলে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য হবার কোনো সুযোগই নেই।
এদিকে অনুরাগের এমন মন্তব্যের পর জবাব দিয়েছে পায়েলও। অনুরাগের তরফ থেকে দাবি করা হয়েছিল পায়েলকে কখনোই নিজের বাসায় দেকে বৈঠক করেন নি তিনি। জবাবে পায়েল জানিয়েছেন অনুরাগ এসব মিথ্যে বলছেন বাঁচার জন্য। পাশাপাশি অনুরাগের নারকো টেস্ট করার দাবিও তুলেছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, দক্ষিণের অভিনেত্রী পায়েল ঘোষ এর আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন তাকে যৌন হয়রানি করা সহ ধর্ষণ করেছেন কাশ্যপ। ২০১৫-১৬ সালে অনুরাগের কাছে অডিশনের জন্য গেলে প্রথমে রুমে ডেকে নিয়ে অশালীন ইঙ্গিত করেন এবং জোর করে নীল ছবি দেখিয়ে শয্যায় নেয়ার চেষ্টা করে। এসময় পায়েল রাজি না হলে তখন অনুরাগ জানান, রিচা, হুমা এবং মাহিকে যখন ইচ্ছে তখনই বিছানায় নিয়ে যেতে পারেন তিনি।
এই সকল অভিযোগ নিয়ে গত ২২ সেপ্টেম্বর ভারসোভা থানায় এফআইআর দায়ের করেন পায়েল। ভারতীয় সংবিধানের ৩৭৬, ৩৫৪, ৩৪১ এবং ৩৪২ ধারায় অনুরাগের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়।
অন্যদিকে পায়েলের এমন অভিযোগের পর রিচা, হুমা কিংবা মাহি কেউই তার পক্ষে ছিলেন না। বরং সবাই অনুরাগের পক্ষেই কথা বলেছেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন