লঙ্কান প্রিমিয়ার লিগ বা এলপিলে বাংলাদেশী ক্রিকেটারদের আধিক্য থাকার কথা শোনা যাচ্ছিল বেশ জোরেশোরেই। নিলামের প্রাথমিক তালিকায় নামও ছিল বেশ কয়েকজন বাংলাদেশী ক্রিকেটারের। তবে শেষ মুহূর্তে বাংলাদেশের সব ক্রিকেটারের নাম বাদ দেয়া হয়েছে এলপিএল নিলাম থেকে।
যে কারনে বাদ দেয়া হল সব বাংলাদেশী ক্রিকেটারের নাম
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ দলের লঙ্কায় পাড়ি জমানোর কথা ছিল সেপ্টেম্বরের ২৭ তারিখ। তবে জটিলতা শুরু হয় দেশটির ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোয়ারেন্টিন সম্পর্কিত ইস্যু সামনে আসলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রিকেটারদের কোয়ারেন্টিন ইস্যুতে বিন্দু পরিমানে ছাড় দেয়ার কথা বলা হয়নি। ফলে বিসিবির সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় শ্রীলঙ্কা।
এক পর্যায়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর টুইট বার্তায় আশার আলো দেখা গেলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ফলে বাধ্য হয়েই লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজটি স্থগিত করে বিসিবি। শুধু সিরিজই স্থগিত নয়, এলপিএলে কোনো বাংলাদেশী ক্রিকেটারকে অনাপত্তি পত্র দেয়া হবে না এমনটাও জানিয়ে দেয়া হয় বোর্ড থেকে।
এদিকে বিসিবির এমন ঘোষণার পর লঙ্কান ক্রিকেট বোর্ড এলপিএলের নিলামের চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে নিয়েছে সব বাংলদেশি ক্রিকেটারের নাম। যেহেতু অনাপত্তি পত্র দেয়া হবে না তাই নিলামে নাম রাখার প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে আয়োজকরা।
লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের কথা ছিল ১৪ নভেম্বর থেকে। তবে সরকারের নির্দেশনা মেনে ক্রিকেটারদের কোয়ারেন্টিন ইস্যুতে টুর্নামেন্ট আয়োজনের সময় পিছিয়ে করা হয়েছে ২১ নভেম্বর। এর আরও একটি কারন হল, আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। ফলে সেখান থেকে এসেই ক্রিকেটাররা ১৪ নভেম্বর মাঠে নামার কোনো সুযোগ নেই। কোয়ারেন্টিন মেনে তাই ২১ নভেম্বরে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এছাড়া টুর্নামেন্টের ড্রাফট হবার কথা ছিল অক্টোবরের ১ তারিখ। তবে সেটাও পিছিয়ে গিয়ে অনুষ্ঠিত হবে অক্টোবরের ৯ তারিখে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন