শিরোনাম

প্রচ্ছদ /   টানা সাত ঘন্টার শুনানি শেষ রিয়াকে নিয়ে যে রায় দিল বোম্বে হাইকোর্ট

টানা সাত ঘন্টার শুনানি শেষ রিয়াকে নিয়ে যে রায় দিল বোম্বে হাইকোর্ট

Avatar

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তীকে জামিন দেন নি বোম্বে হাইকোর্ট। বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে টানা ৭ ঘণ্টা জামিন শুনানি চললেও রিয়া এবং তার ভাই শৌভিক চক্রবর্তীর জামিন আবেদন স্থগিত রেখেছে আদলত।

এর আগে ২৮ সেপ্টম্বর রিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছিল। ধারনা করা হচ্ছিল আজকে হয়ত কোনো বড় রায় আসতে পারে। রিয়া হয়ত জামিন পেয়েও যেতে পারেন এমনটাও জানিয়েছিল একাধিক সূত্র। তবে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে তার জামিন। ফলে আরও বেশ কয়েকদিন জেলেই থাকতে হচ্ছে তাকে। শুধু রিয়াই নয় শৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং তাদের সহযোগীদেরও জেলেই থাকতে হবে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার বাবার দায়ের করা মামলায় মূলত জিজ্ঞাসাবাদ শুরু হয় রিয়া চক্রবর্তীকে। এরপর তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ফাঁস হতে থাকে মাদকের নানা তথ্য।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বরাবরই দাবি করে আসছে রিয়া এবং তার ভাই শৌভিক চক্রবর্তী মাদকের সাথে জড়িত আছেন। সুশান্তকে নিয়মিত মাদক এনে দেয়া থেকে শুরু করে আর্থিক লেনদেন সবই করতেন তারা। পাশাপাশি এনসিবির তরফ থেকে দাবি করা হয়েছিল রিয়া চক্রবর্তী তার বাসায় মাদক রাখতেন এবং তা সরবরাহ করতেন।

এনসবির এমন অভিযোগের অবশ্য কড়া জবাব দিয়েছেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। তিনি জানিয়েছেন রিয়া কেন তার বাড়িতে সুশান্তকে নিয়ে যাবেন? রিয়ার বাড়িতে মাদক রাখার প্রশ্নই আসে না। তার ভাষ্য, ‘’এই পুরো তদন্তে এনসিবি সুশান্তের ফোন, কললিস্ট বা তাঁর আর্থিক লেনদেন খতিয়ে দেখল না। সুশান্ত বেঁচে থাকলে মাদক সেবনের দায়ে তাঁকেও জেলে যেতে হতো।‘’

অন্যদিকে রিয়া জামিন না পাওয়াতে বলিউডের অনেক তারকারাই রিয়ার পক্ষে আওয়াজ তুলেছেন। কারিনা কাপুর খান, সোনম কাপুর, দিয়া মির্জা, জোয়া আখতার, অভয় দেওল, শ্বেতা বচ্চন, নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, বিদ্যা বালান, তাপসী পান্নুসহ নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং আরও বেশ কয়েকজন তারকা প্রতিবাদ করেছেন রিয়ার জামিন না পাওয়া নিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন