প্রায় একটি বছর ঘরে বসে কাটিয়ে দিতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে স্থগিত হয়ে যাওয়ার পর এ বছর আর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে আগামী বছর থেকে ব্যস্ত সূচিতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
যার শুরুটাই হবে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামএ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২১ সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের।
যদিও করোণা ভাইরাসের কারণে এই সিরিজ সঠিক সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা এখনও অনিশ্চিত।
এ বছরের শেষের দিকে ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
এরপরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তবে সবকিছুই নির্ভর করছে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির উপর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন