শিরোনাম

প্রচ্ছদ /   সকল জল্পনা কল্পনা শেষে বেরিয়ে এল আসল সত্য

সকল জল্পনা কল্পনা শেষে বেরিয়ে এল আসল সত্য

Avatar

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

বলিউডের মাদক কাণ্ডে ফেঁসে যাচ্ছেন আরও তিন অভিনেতা। দীপিকার সাথে সখ্যতা রয়েছে এমন তিন অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা গেছে যে তিন অভিনেতাকে ডাকতে পারে এনসিবি তাদের নামের প্রথম অক্ষরগুলো হল, A, S এবং R। তবে এই তিন অভিনেতা কারা সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি এখন পর্যন্ত।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রিয়া চক্রবরর্তীকে জিজ্ঞাসাবাদেই মূলত ফাঁস হতে থাকে বলিউডের মাদকের কালো অধ্যায়। যেখানে একে একে যোগ হয় নামী সব তারকাদের নাম। অভিনেতা থেকে শুরু করে পরিচালক কিংবা অভিনেত্রী কেউ বাদ যাননি এ তালিকা থেকে।

সব শেষ আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিং এবং দীপিকা পাডুকন। ইতোমধ্যে তাদের মোবাইল ফোন এবং ব্যাংকের ক্রেডিট কার্ড জব্দ করেছে এনসিবি। কোনো মাদক ব্যবসায়ীদের সাথে তারা লেনদেন করেছিলেন কিনা এসব খতিয়ে দেখার জন্যই মূলত তাদের ক্রেডিট কার্ড জব্দ করা হয়। এছাড়া মোবাইল ফোন জব্দ করে দেখা হচ্ছে অন্য কেউ জড়িত আছে কিনা মাদকের সাথে।

সূত্রের খবর দীপিকা ছিলেন মাদক সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। ফলে তার হোয়াটসঅ্যাপ ঘেটে নতুন তথ্য পেয়েছে এনসিবি এমনটাই জানা গেছে। সেই সূত্র ধরেই নতুন তিন অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এনসিবি এমনটাও জানিয়েছে একটি সূত্র।

এদিকে এনসিবির জিজ্ঞাসাবাদে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে নিয়েছেন শ্রদ্ধা, রকুল এবং দীপিকা। তবে নিজেরা মাদক গ্রহণের কথা বরাবরই অস্বীকার করে আসছেন তারা। এনসিবির তরফ থেকে জিজ্ঞাসাবাদে দীপিকা জানিয়েছেন ‘মাল’ বলতে তিনি সরু সিগারেট এবং ‘হ্যাশ’ বলতে তিনি বুঝিয়েছিলেন মোটা সিগারেটকে। দীপিকার বক্তব্য কতটা সঠিক সেটাও খতিয়ে দেখছে এনসিবি।

অন্যদিকে রকুল প্রীত সিং জানিয়েছেন চ্যাটের মধ্যে ‘ডুব’ বলতে সিগারেটকেই বুঝিয়েছিলেন তিনি। ফলে নতুন করে এ ব্যাপারেও তদন্তে নেমেছে এনিসবি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন