শিরোনাম

প্রচ্ছদ /   অবশেষে বেরিয়ে এল কঠিন সত্য পাচ্ছেন সঠিক বিচার

অবশেষে বেরিয়ে এল কঠিন সত্য পাচ্ছেন সঠিক বিচার

Avatar

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন নি বরং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ছিল। এবার এমনই দাবি করে বসেছেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর রহস্য ফাঁস হবার পরও গত তিন মাসে এখনো সুরাহা হয়নি মামলাটির। গত ১৪ জুন সুশান্তের মৃত্যু নিয়ে তার ভক্তদের মনে রয়েছে প্রশ্নের ছড়াছড়ি। তারা কখনও বা দায়ী করছেন রিয়া চক্রবর্তীকে আবার কখনও বলিউডের প্রভাবশালীদেরকেও পরোক্ষভাবে দায়ী করছেন।

সুশান্তের মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশের তরফ থেকে এমনটা জানালেও সেই ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও আছে অনেক প্রশ্ন। কেন এক রাতের মধ্যেই প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দিয়েছিল পুলিশ? অথবা রিয়ার সাথে মুম্বই পুলিশের সখ্যতা নিয়েও হয় সমালোচনা। মামলার তদন্তের ভার পুলিশের হাত গড়িয়ে ইডি এবং সর্বসেষ সিবিআই এর কাছে গেলেও এখনও চলছে গড়িমসি।

এরই মধ্যে রিয়াকে জিজ্ঞাসাবাদ করার পর মাদক কাণ্ড নিয়ে যেন বিস্ফোরণ ঘটেছে বলিউডে। ফলে মাদকের এই আলোচনায় যেন হারিয়ে যেতে বসেছে সুশান্তের মামলার তদন্ত। সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং সম্প্রতি মন্তব্য করেছেন সুশান্তকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে। তার গলার চিহ্নগুলো অন্তত এমনটাই নির্দেশ করে বলেও দাবি তার। বিকাশ সিং বলেন, এই মামলায় ফরেনসিক ইনভেস্টিগেশন চালিয়ে যাওয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইএমএস) চিকিৎসকরা তাকে জানিয়েছেন শ্বাসরোদধ করেই হত্যা করা হয়েছে সুশান্তকে।

এক টুইট বার্তায় বিকাশ সিং আরও বলেন, ‘’সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রতিবেদনে তিনি ‘হতাশ’ হয়েছেন এবং চিকিৎসকরা তাকে ‘অনেক আগেই’ বলেছেন সুশান্ত সিংয়ের দেহের ছবিগুলো ইঙ্গিত দেয় যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

সুশান্তের মৃত্যুর রহস্য কবে নাগাদ শেষ হবে সেটা এখন পড়েছে বড় ধরনের অনিশ্চয়তায়। কেননা তিন মাসেরও বেশি সময় পার হলেও তার মৃত্যুর সাথে আদৌ কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারছে না স্বয়ং সিবিআই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন