শিরোনাম

প্রচ্ছদ /   আবহানীকে উড়িয়ে দিল গাজী

আবহানীকে উড়িয়ে দিল গাজী

Avatar

বুধবার, মার্চ ১৪, ২০১৮

প্রিন্ট করুন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবহানীকে তৃতীয় হারের স্বাদ দিল গাজী গ্রুপ। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবহানীকে ৮ উইকেটে হারিয়েছে গাজী।

আবহানীর দেয়া ১১৪ রানের টার্গেট মাত্র ২ উইকেট হারিয়ে ২৯.৫ ওভারেই টপকে যায় গাজী। দলের হলে জহুরুল ইসলাম ৫২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফাওয়াদ আলম ৩৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে ইয়াসিন আরাফাতের বোলিং তান্ডবে মাত্র ১১৩ রানেই অল আউট হয় আবহানী। ৮.১ ওভারে ৪০ রানের বিনিময়ে একাই ৮টি উইকেট শিকার করেন এই পেসার। আবহানীর হয়ে তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌছতে পারেন। মোহাম্মদ মিঠুন ৪০, মানান শর্মা ৪৬ ও অ্যানামুল হক ১০ রান করেন।

বাকি ৮ ব্যাটসম্যানের স্কোর ছিল যথাক্রমে- ১,০,০,০,৮,০,০,৩।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন