বাংলাদেশকে প্রথমবার বিশ্বকাপ এনে দিয়েছেন আকবর আলীরা। এই বিশ্বকাপ ধরে রাখার দায়িত্বটা দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবির। শিরোপা ধরে রাখতে পরবর্তী বিশ্বকাপের জন্য ক্রিকেটার তৈরির প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড। ৪৭ ক্রিকেটারকে তিন ভাগে ভাগ করে বিকেএসপিতে অনুশীলনের ব্যবস্থা করেছে তারা। অনুশীলন শেষ ইতোমধ্যেই প্রস্তুতি ম্যাচও শুরু হয়ে গেছে।
স্বীকৃত ক্রিকেটের কথা বাদ দিলে দেশের মাটিতে প্রথম ক্রিকেট ম্যাচ খেলছেন যুবা ক্রিকেটাররা। ৮ অনুশীলন ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয় লাল দল ও নীল দল। যেখানে অধিনায়ক মফিজুল ইসলাম রবিনের হার না মানা শতকে ৭৭ রানে নীল দলকে হারিয়েছে লাল দল।
বিকএসপির ৪ নম্বর মাঠে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে লাল দল। ওপেনার ও লাল দলের অধিনায়ক শুরু থেকে আক্রমণাত্নক ব্যাটিং করেন। তার ১২৪ বলে ৩ ছক্কা ও ১৩ চারের বিনিময়ে ১২৪ রানে ভর করে ৫ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে লাল দল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা।
নীল দলের হয়ে একটি করে উইকেট নেন আশিকুর রহমান, গোলাম কিবরিয়া, হাবিব লিয়ন এবং সাকিব শাহরিয়ার।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭১ রান করতে সক্ষম হয় নীল দল। নীল দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সোহাগ আলী। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন মিসবাহ আহমেদ।
লাল দলের পক্ষে ২৩ রান খরচায় ২ উইকেট শিকার করেন মুশফিক। আর সিয়াম নেন ১৮ রানে ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান হাবিবুর রহমান এবং নাইমুর নয়ন।
সংক্ষিপ্ত স্কোর:
লাল দল ২৫১/৫ (৫০. ওভার)
মফিজুল ইসলাম রবিন ১২৪*, আইচ মোল্লা ৫৩
সাকিব ১/৫, কিবরিয়া ১/৩০।
নীল দল ১৭৪/৮ (৫০ ওভার)
সোহাগ ২৫, মিসবাহ ২৪
সিয়াম ২/১৮, মুশফিক ২/২৩।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন