শিরোনাম

প্রচ্ছদ /   লাইভ অনুষ্ঠানে সুশান্তের আত্মহ’ত্যার আসল কারণ জানালো অঙ্কিতা

লাইভ অনুষ্ঠানে সুশান্তের আত্মহ’ত্যার আসল কারণ জানালো অঙ্কিতা

Avatar

শুক্রবার, জুলাই ৩১, ২০২০

প্রিন্ট করুন

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। মৃত্যুর দেড় মাস অতিবাহিত হলেও তদন্তের হালে পানি পাওয়া যায়নি এখনও। একের পর এক জনকে জিজ্ঞাসাবাদ করেও পুলিশ কোনো কূল খুঁজে পাচ্ছে না।

সুশান্তের বাবা কেকে কিং নতুনভাবে মামলা করে রহস্য আরও ঘণীভূত করেছেন। সুশান্তের সাবেক প্রেমিকা রিয়ার বিরুদ্ধে মামলা করেছেন সুশান্তের বাবা। তার পক্ষ থেকে দাবি করা হয়েছে সুশান্তকে নানা ভাবে মানসিক চাপে রাখতেন রিয়া। সুশান্তকে নানা ভাবে নির্যাতন করার পাশাপাশি তার পয়সা খরচ করে নিজে ফূর্তি করে বেড়াতেন বলেও মামলার এফআইআরে উল্লেখ করা হয়েছে।

এদিকে সুশান্তের বান্ধবী অঙ্কিতা লেখান্ডে সম্প্রতি একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে সুশান্ত ইস্যুতে মন্তব্য করেছেন। এতদিন চুপ করে থাকলেও প্রথমবারের মত মিডিয়ার সামনে মুখ খোলেন তিনি। সুশান্তকে মানসিকভাবে অবসাদগ্রস্ত বলতে নারাজ তিনি।

সুশান্ত সিং রাজপুত মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন না বলে দাবি করেন অঙ্কিতা। তিনি মনে করেন সুশান্ত সাময়িকভাবে মন খারাপের মধ্যে ডুবে থাকলেও সেটা দীর্ঘস্থায়ী হত না।

তাই অনুষ্ঠান চলাকালে এক প্রকার রেগে গিয়েই অঙ্কিতা বলেন,

‘’সুশান্তকে যেভাবে বারবার মানসিক অবসাদগ্রস্ত বলা হচ্ছে, সেটা সবথেকে বড় ভুল শব্দ। কোনওভাবেই এটা সত্যি হতে পারে না। কোনও ঘটনায় সুশান্তের সাময়িক মন খারাপ হতে পারে, তাকে মানসিক অবসাদ বলা যায় না। মানসিক অবসাদ শব্দটা অনেক বড় শব্দ। কোনও কারণ ছাড়াই কীভাবে কেউ কাউকে মানসিক অবসাদগ্রস্ত বলতে পারেন?”

অঙ্কিতার এমন মন্তব্যে সুশান্তেরর মৃত্যুর রহস্য যেন নতুন করে দানা বাধতে শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয় সুশান্ত আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত রহস্য কী সেটা এখনও অজানা। পুলিশের পর সুশান্তের মামলাটি সিবিআই তদন্ত শুরু করতে পারে বলেও ধারনা করা হচ্ছে। কবে নাগাদ সেই রহস্য উন্মোচন হয় সেটাই এখন দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন