বিশ্ব সেতো থমকে গেছে মার্চের শুরুর দিকেই যেদিন থেকে ভারতবর্ষে হানা দিয়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাস।দেশের অর্থনীতি শুরু করে গোটা ইকোসিস্টেটাইল যেন হঠাত করে আচমকা এক পরিবর্তন চলে এসেছে।কি করবে কিভাবে মানুষ তাদের জীবন ধারণ করবে তা নিয়ে দিন দিন বাড়ছে সংসয়।
রাজ্যের মানুষদের এই দূর্দিনে দেশের জনগণের জন্য, দেশের জনগনের অর্জিত আয়কে সেভিংসে পরিনত করতে মোদী সরকার নিয়ে আসেছে এক দারুণ স্কিম যা মানুষের আয়কে সেভিংসে পরিনত করতে দারূনভাবে সহায়তা করবে।
বর্তমানে মানুষ বিভিন্ন যোজনায় টাকা ইনভেস্ট করে তাঁর ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চেষ্টা করেন। কেন্দ্রীয় সরকার এই নিরিখে বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে। সকল অসংগঠিত ক্ষেত্রের কর্মচারিদের জন্য কিছু পেনশন প্রকল্পের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিকল্পনার আওতায় প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন এবং ন্যাশনাল পেনশন প্রকল্পকে সংযুক্ত করা হয়েছে।
স্বামী-স্ত্রী যদি দুজনেই এই প্রকল্পে সংযুক্ত হতে চান তাহলে তাঁরা ৬০ বছরের পর থেকে মাসে যৌথভাবে ৬ হাজার টাকা পাবেন। বছরে তাঁরা যৌথভাবে ৭২ হাজার টাকা পাবেন। এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য গ্রাহকদের আধার কার্ড এবং জনধন অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এরজন্য গ্রাহককে যেতে হবে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে।
৪০ হাজার মানুষ এখনো পর্যন্ত এই পেনশন প্রকল্পে যুক্ত হয়েছেন। ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত মাসিক কিস্তি দেওয়া যেতে পারে। এই প্রকল্পে কোনো গ্রাহকের বয়স যদি ৩০ বছর হয়, তাহলে তাকে মাসিক ১০০ টাকা কিস্তি প্রদান করতে হবে। অর্থাৎ সেই গ্রাহককে বছরে ১২০০ টাকা দিতে হবে। ৬০ বছর পর্যন্ত সেই গ্রাহক ৩৬০০০ টাকা দেবে। ৬০ বছরের পর তিনি বছরে ৩৬০০০ টাকা করে পেনশন পাবেন।
এই প্রকল্পে যুক্ত হতে গেলে গ্রাহকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। গ্রাহকের বার্ষিক আয় হতে হবে দেড় কোটি টাকার কম। ইপিএফ, এনপিএস, ইএসআইসি সুবিধাপ্রাপ্ত গ্রাহকেরা এই প্রকল্পে যুক্ত হতে পারবেন না।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন