শিরোনাম

প্রচ্ছদ /   কাঠগড়ায় মহেশ ভাট ও করণ জোহর

কাঠগড়ায় মহেশ ভাট ও করণ জোহর

Avatar

রবিবার, জুলাই ২৬, ২০২০

প্রিন্ট করুন

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে সুশান্ত সি‌ং রাজপুত মৃত‍্যু মামলায় জেরার জন‍্য ডাক পেলেন পরিচালক মহেশ ভাট  আগামী এক দুদিনের মধ‍্যেই বয়ান রেকর্ড করতে পুলিসের সম্মুখীন হতে হবে পরিচালককে। সমন পাঠানো হয়েছে করন জোহরের ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতাকেও।

এমনটাই জানালেন মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ।সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৭ জনকে মুম্বই পুলিস জিজ্ঞাসাবাদ করেছে এই মামলায়। এবার মহেশ ভাট ও ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতাকে জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকে পাঠিয়েছে বান্দ্রা পুলিস। প্রয়োজনে ডাক পড়তে পারে করন জোহরেরও। সমন পাঠানো হয়েছে কঙ্গনা রানাওয়াতের কাছেও।

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর যেসব তারকারা চর্চায় উঠে এসেছেন তাদের মধ‍্যে অন‍্যতম বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট। দীর্ঘদিনের বলিউড কেরিয়ারে বহুবার বহু বিতর্কের সম্মুখীন হয়েছেন পরিচালক। অন‍্য রকমের চিন্তাধারার জন‍্য পরিচিত মহেশ নিজের কিছু মন্তব‍্যের জন‍্য সমালোচনার মুখেও পড়েছেন বেশ কয়েকবার।

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জন‍্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট। এমনকি রিয়াকে পুলিসি জেরার পর জানা গিয়েছে পরিচালকই তাঁকে বলেছিলেন সুশান্তের থেকে নিজেকে সরিয়ে নিতে। প্রয়াত অভিনেত্রী পরভীন বাবির মতো সুশান্তও একদিন আত্মহত‍্যা করবে। মহেশ ভাটের এই বক্তব‍্যের পরেই তোলপাড় হয়েছে সোশ‍্যাল মিডিয়া। সুশান্তের আত্মহত‍্যা করার ভবিষ‍্যৎবানী তিনি আগেই কিভাবে দিলেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল সুশান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন‍্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে তলব করেছে মুম্বই পুলিস। শুক্রবারই জেরার জন‍্য ডেকে পাঠিয়ে অভিনেত্রীর মানালির বাড়িতে পুলিসের তরফে চিঠি গিয়েছে বলে খবর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন