শিরোনাম

প্রচ্ছদ /   ছিন্নমূল-অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে কানতারা খানের ব্যতিক্রমী উদ্যোগ

ছিন্নমূল-অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে কানতারা খানের ব্যতিক্রমী উদ্যোগ

Avatar

শনিবার, জুলাই ২৫, ২০২০

প্রিন্ট করুন

আরিফুল ইসলাম আরিফঃ করোনার সংকটে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাঁদের আয় নেই, ঘরে খাবার নেই। এসব মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা খান। তিনি নিজ হাতে রান্না করে খাবারের প্যাকেট তার বিশ্বস্ত আজিম খান রুবেলকে দিয়ে গলি থেকে রাজপথ ঘুরে অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষদের মাঝে খাবার তুলে দিচ্ছেন।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি নিয়ে এই নিম্ন ও মধ্যবিত্ত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কানতারা খান। নিজ জেলা গোপালগঞ্জের সহস্রাধিক কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ সহায়তা, কাপড় ও ঈদ উপহার বিতরণ করে আসছেন তিনি। নিজ কর্মগুণে অনেক আগেই বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

ফাইল ছবি

উল্লেখ্য, কানতারা খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য , গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের জ্যেষ্ঠ কন্যা।

বর্তমানে তিনি শিক্ষকতা করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। বিগত কয়েক বছর ধরে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে নিরলসভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিনব কায়দায় কাজ করে যাচ্ছেন। এছাড়া ‘সুচিন্তা বাংলাদেশ’ ও ‘আজ সারাবেলা’-র যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি’ ও ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ নামক দুটি নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে যাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন