শিরোনাম

প্রচ্ছদ /   করোনা মোকাবিলায় ভারতকে বড় দুঃসংবাদ দিল ডব্লিওএইচও

করোনা মোকাবিলায় ভারতকে বড় দুঃসংবাদ দিল ডব্লিওএইচও

Avatar

শনিবার, জুন ২০, ২০২০

প্রিন্ট করুন

প্রা’ণঘাতী করো’না ভাই’রাসের এখনো দ্রুত বিস্তার ঘটিয়ে চলেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। গতকাল শুক্রবার( ১৯ জুন) ব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক ভা’র্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘গোটা বিশ্ব এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে রয়েছে। গত একদিনে যে দেড় লাখ মানুষ শনাক্ত হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই হলো আ’মেরিকা অঞ্চলের।’

তিনি আরও বলেন, ‘ভাই’রাসটি এখনো দ্রত তার বিস্তার ঘটিয়ে চলেছে, এটা এখনো প্রা’ণঘাতী এবং বেশিরভাগ মানুষ এখনো সংক্রমণ সংবেদনশীল অর্থাৎ অনেকের দেহেই ভাই’রাসটির সংক্রমণের শ’ঙ্কা রয়ে গেছে। আ’মেরিকা ছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য।’

Increasing Rates Of Covid 19

তেদ্রোস আধানম সতর্ক করে দিয়ে বলেন,‘ ঘরে থাকতে থাকতে অনেক মানুষ বির’ক্ত হয়ে গেছেন হয়তো এ কারণেই অনেক দেশ তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাইছে কিন্তু ভাই’রাসটি এখনো দ্রুত বিস্তার ছড়াচ্ছে এবং সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও হাত ধোঁয়ার বিষয়গুলো এখনো খুবই জরুরি।’

ভারতবাসীকে বিশেষভাবে সতরকবার্তা দিয়েছে ডব্লিওএইচও কারণ অধিক জনসংখ্যার এই দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।

এদিকে চীন সরকারের দাবি অনুযায়ী গত ডিসেম্বরের শুরুতে উহানে প্রাদুর্ভাব শুরু হয় করো’নার। এরপর বিশ্বের সব দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই মহামা’রিতে ৮৫ লাখের মানুষ আ’ক্রান্ত হয়েছে। আ’ক্রান্তদের মধ্যে সাড়ে চার লাখের বেশি আর বেঁচে নেই। তবে সুস্থ হয়েছে ৪৫ লাখের বেশি মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন