শিরোনাম

প্রচ্ছদ /   জন্মদিনে হাজারাও ভ‌ক্তের শুভেচ্ছায় সিক্ত ‘আগামীর বাংলাদেশ’ না‌মে খ্যাত কানতারা খান

জন্মদিনে হাজারাও ভ‌ক্তের শুভেচ্ছায় সিক্ত ‘আগামীর বাংলাদেশ’ না‌মে খ্যাত কানতারা খান

Avatar

শনিবার, জুন ৬, ২০২০

প্রিন্ট করুন

৬ জুন জন্মদিনে হাজারও ভ‌ক্তের শুভেচ্ছায় ‌সিক্ত হ‌য়ে‌ছেন “আগামীর বাংলাদেশ” খ্যাত না‌মে কানতারা খান। তিনি গোপালগঞ্জ-১ আসনের ৫ বার নির্বাচিত সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ ফারুক খানের এমপির সুযোগ্য কন্যা। কানতার খান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর। নিজ ক‌র্মে গু‌নে যি‌নি ইতিম‌ধ্যে মুকসুদপুর কা‌শিয়ানী তথা গোপালগঞ্জ-১ সংসদীয় আস‌নে জন‌প্রিয়তার তু‌ঙ্গে।

মুকসুদপুর-কা‌শিয়ানীসহ সার‌াদেশব্যাপী জন‌প্রিয়তার অন্যন্ন উচ্চতায় উ‌ঠে আসা এ নেত্রী‌কে তার জন্ম‌দি‌নে হাজারও ভক্ত‌ এবং বি‌ভিন্ন শ্রেনী পেশার মানু‌ষের পাশাপা‌শি শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন বি‌শিষ্ট রাজ‌নী‌তি‌বিদ ও সমাজ‌সেবক কৃ‌ষি‌বিদ শাহাদত হো‌সেন।

ব্য‌ক্তি কানতারা খান অস্ট্রেলিয়া থেকে বিজনেস ‘ল এবং বিজনেস কমিউনিকেশনে অনার্স ‌শেষ ক‌রে লন্ডন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে কানতারা খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলা‌দেশ এ গত নয় বছর যাবৎ সুনা‌মের সা‌থে শিক্ষকতা করে আসছেন।

আওয়ামী রাজনী‌তি প‌রিবা‌রে জন্ম নেওয়া কানতারা খান দে‌শের উন্নয়‌নের ধারাকে অব্যাহত রাখ‌তে বাবার আদর্শ অনুসরন ক‌রে মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনার একজন যোগ্য সহায়ক হতে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আস‌নে প্রচারণার মুল ভু‌মিকায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। সে সময় শতাধিক নির্বাচনী জনসভা ও উঠান বৈঠক করেছেন কানতারা খান।

সাম্প্রতি করোনা ভাইরাসের ক্রা‌ন্তিকা‌লে শুরু থেকেই মুকসুদপুর কা‌শিয়ানী তথা গোপালগঞ্জ-১ আসন ও ঢাকার বি‌ভিন্ন স্থা‌নে বিভিন্ন কর্মসূচি নিয়ে নিম্ন ও মধ্যবিত্ত, তৃতীয় লিঙ্গ, বৃদ্ধাশ্রম ও বেদেপল্লীর অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কানতারা খান।

গোপালগঞ্জের সহসাস্রধিক কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ সহায়তা, কাপড় ও ঈদ উপহার বিতরণ করে‌ছেন তিনি। গত মার্চ থেকে শুরু করে আজ অবধি চলমান রয়েছে তার এ কার্যক্রম।

করোনার ভাইরা‌সের মহাদুর্যোগে কানতারা খান জীবনের ঝু‌ঁকি নি‌য়ে মুকসুদপুর কা‌শিয়ানীর বি‌ভিন্ন স্থা‌নে নি‌জে গি‌য়ে অসহায় মানু‌ষের পা‌শে সহায়তার হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন। তি‌নি ও তাঁর সেচ্ছাসেবী টিমের মাধ্যমে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার প্রতিটা ইউনিয়নে ত্রাণ বিতরণ ও প্রয়োজন অনুসারে নানা রকম সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। যে কার‌নে কানতার খান ই‌তিম‌ধ্যে একজন মান‌বিক নেত্রী হিসা‌বে অসংখ্য মানু‌ষের ভা‌লোবাসা অর্জন ক‌রে‌ছেন।

আজ ৬জুন মুকসুদপুর ও কাশিয়ানীসহ দেশের বিভিন্ন স্থানে হাজারও ভক্তরা কেক কেটে মান‌বিক এ নেত্রীর জন্মদিন পালন করেছেন।

তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণার জন্য সম্মাননা পেয়েছেন “আগামীর বাংলাদেশ” খ্যাত তরুণ রাজনীতিবিদ কানতারা খান।

আওয়ামী লীগের রাজনীতিতে তার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ একাদশ জাতীয় নির্বাচনে, আওয়ামী লীগের সভাপতি জন‌নেত্রী শেখ হাসিনার অনুমোদনে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটিতেও স্থান করে নিয়েছিলেন এই তরুণ এই রাজনীতিবিদ।

আ‌ওয়ামী রাজনী‌তি‌তে কানতারা খান তার বাবা জন‌নেতা মুহাম্মদ ফারুক খান এম‌পি’র আদর্শ‌কে ধারন ক‌রে তরুন প্রজন্ম‌কে ‌নেতৃত্ব দি‌য়ে জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত আ‌রো গ‌তিশীর কর‌বেন শুভ জন্ম‌দি‌নে এ প্রত্যাশা সক‌লের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন