শিরোনাম

প্রচ্ছদ /   সবার সাথে ভ্যানে চড়ে বড়ই খাচ্ছে মাশরাফি নেই সিকিউরিটি

সবার সাথে ভ্যানে চড়ে বড়ই খাচ্ছে মাশরাফি নেই সিকিউরিটি

Avatar

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৯

প্রিন্ট করুন

নড়াইল ২ (নড়াইল-লোহাগড়া) আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) লোহাগড়া উপজেলার মধুমতি নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

মাঠ ও মাঠের বাইরে বরাবরই ব্যতিক্রম জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রায় ১৮ বছর ধরে ক্রিকেটের ২২ গজে নিজের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পেস আক্রমণে অন্যতম ভরসার নাম ডানহাতি এই পেসার। একজন সফল পেসারের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়ক হিসেবে।

লোহাগড়া পৌর কাউন্সিলর মো. আনিসুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এমপি মাশরাফি কোটাকোল ইউনিয়নের ঘাঘা ও মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটাসহ নদী ভাঙনকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি নদীভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এখানেই শেষ নয়; রাজনীতির মাঠে ইতোমধ্যে অভিষেক হয়েছে মাশরাফির। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল ও লোহাগড়া) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। সাংসদ হয়েও বদলাননি মাশরাফি। বৃহস্পতিবার ভ্যানে চড়ে বরই খেতে খেতে যেন সেটাই আরেকবার মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের ডানহাতি এই পেসার।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেন মাশরাফি। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেন ডানহতি এই পেসার। নিউজিল্যান্ড সফর শেষ করে গেল বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি।

লোহাগড়া পৌরসভার কাউন্সিলর মো. আনিসুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটাকোল ইউনিয়নের ঘাঘা ও মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটাসহ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সাংসদ মাশরাফি। এ সময় নদীভাঙন প্রতিরোধে কার্যকরী ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, ভ্যানের পেছনে পা ঝুলিয়ে থাকা মাশরাফির হাতে একটি পলিথিনের ব্যাগ। সেই ব্যাগে থাকা বরই নিজেও খেয়েছেন, কুশল বিনিময় করার সময় এলাকাবাসীর মধ্যেও বিলি করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন