সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে জলঘোলা হচ্ছে দীর্ঘদিন ধরেই। ১৪ই জুন তার আত্মহত্যার পর নানা রকম গুঞ্জন আর আলোচনা সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে অনেককেই। অপ্রত্যাশিত এই মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অনেকেই নানান ভাবে অন্যের উপর দায় চাপাচ্ছেন। কিন্তু এর শেষ কোথায়? রহস্যের জট তো খুলছেই না উল্টো তদন্তে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য।
ইতিপূর্বে বেশ কয়েকজনকে তদন্তকারী দল কড়া জিজ্ঞাসাবাদ করলেও কোনো সুরাহা করতে পারেনি সুশান্তের আত্মহত্যার। তবে তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের পর নতুন করে নির্ভরযোগ্য তথ্য পেয়েছে পুলিশ।
সুশান্তের সাথে রিয়ার সম্পর্কের খবর বেশ পুরনো। একইসাথে ঘুরাঘুরি করলেও তাদের প্রেমের সম্পর্কে ছিল কেবলই গুঞ্জন হয়ে। তবে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে এখন। পুলিশের জিজ্ঞাসাবাদের পর সুশান্তের সাথে তার সম্পর্কের কথা স্বীকার করছেন।
পাশাপাশি জানিয়েছেন সুশান্তের মৃত্যুর কিছুদিন আগেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে সুশান্তের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েও যান তিনি। পরে অবশ্য মোবাইলে ও মেসেজে দুজনেরই বার্তা আদান-প্রদান হত। চলতি বছরের নভেম্বরে গাঁটছড়া বাধার কথাও ছিল তাদের। রুমি জাফরিরি পরিচালনায় একটি ছবিতে অভিনয় করা সহ দুজনের জন্য বাড়িও খুঁজেছিলেন তারা। কিন্তু সেটা আর হল কই!
রিয়ার দেয়া তথ্যমতে বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন সুশান্ত। চিকিৎসকের দেয়া ঔষধও নিয়মিত খেতেন না তিনি। ফলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছিলেন।
এদিকে সুশান্তের আত্মহত্যার ব্যাপারে রিয়ার বক্তব্য যে বেশ এগিয়ে নিয়ে যাবে তদন্তের কাজকে সেটা বলাই যায়। কেননা রিয়া যেসকল গুরুত্বপূর্ণ তথ্য বান্দ্রা থানায় গিয়ে দিয়েছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, সুশান্তের সাথে তার বিয়ের কথা ছিল চলতি বছরের নভেম্বরে।
আত্মহত্যার আগে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। চিকিৎসক যেভাবে ঔষধ সেবন করতে বলেছিল সেভাবে ঔষধ সেবন করেননি সুশান্ত। বেশ কয়েকটা ছবির কাজ হাতে ছিল সুশান্তের। সুশান্তের শেষকৃত্য হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন না রিয়া।রিয়ার সাথে মহেশ ভাটের সম্পর্কের কথাটিও সামনে আসে তখন।যদি বাসা ছেড়ে না যেতেন এমনটা হতো নাহ বলে সুশান্তের মৃত্যুতে নিজের দায় স্বীকার করেন রিয়া।
সুরজ পাঞ্চলির সঙ্গেও যোগসূত্র ছিল রিয়ার এমন তত্যই উঠে এসেছে প্রতিবেদনে। রিয়ার দেয়া এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পুলিশ শেষ পর্যন্ত কতদূর অগ্রগতি করতে পারে এই মামলার সেটাই এখন দেখার বিষয়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন