রাজ্যে ফের লক ডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই পরিস্থিতিতে অফিস কাছারি খুলে গেলেও কোনভাবেই স্কুল কলেজ খোলা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অদূর ভবিষ্যতেও যত পরীক্ষা আছে সবকিছুই বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এখনই কোনভাবে স্কুল কলেজ খোলা সিদ্ধান্ত নেওয়া যাবে না। চলতি বছরে বাতিল হয়ে যেতে পারে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা।প্রতিষ্ঠানগুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা। নতুন শিক্ষাবর্ষ শুরু হবে অক্টোবর থেকে।এই ব্যাপারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পক্রিয়াল নিষণক ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কে নির্দেশ দিয়েছেন।
পরিস্থিতির উন্নতি হলে জুলাইতে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ইউজিসিকে ইন্টারমিডিয়েট এবং টার্মিনাল সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবং নতুন করে তৈরীর কথা বলেছেন একাডেমিক ক্যালেন্ডার।
হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর সি কুহাদ একটি প্যানেল তৈরি করেছেন, যেটি এক সপ্তাহের মধ্যে সংশোধিত গাইডলাইন ঘোষণা করবে। সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা কে।
বিশেষজ্ঞ কমিটি বলেছেন যে, জুলাই মাসে যে সমস্ত চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি আপাতত বাতিল করতে হবে। আগের পরীক্ষা গুলিতে পড়ুয়াদের ফলের ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষার নম্বর দিতে হবে, যেমনটা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে পড়ুয়ারা মোটেই খুশি নন, তারা চাইছেন যে এই মহামারী চলে গেলে তারা ফের চূড়ান্ত পরীক্ষায় বসবেন। আগে থেকেই ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে, নবাগতরা আসছেন সেপ্টেম্বর মাস থেকে, সিটি পিছিয়ে অক্টোবর করে দেওয়া হল।
তবে যে গাইডলাইনে তৈরি করা হোক না কেন সবার আগে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি করতে হবে।সারা দেশ জুড়ে গত ১৬ ই মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল যাবতীয় স্কুল কলেজ।বর্তমান পরিস্থিতির জন্য শিক্ষাগত ক্ষতি এবং সেই ব্যাপারে ঠিক মতো ব্যবস্থা নেওয়ার জন্য এপ্রিল মাসে ইউজিসি দুটি কমিটি গঠন করেন।কমিটিগুলোর মধ্যে প্রথমটি নেতৃত্ব দেন হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর সি কুহাদ, দ্বিতীয় টির দায়িত্বে ছিলেন ইগনোর উপাচার্য নাগেশ্বর রাও।
প্রথমদিকে দায়িত্ব দেওয়া হয় লোকজনের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং একাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে। দ্বিতীয়টির উপর দায়িত্ব ছিল অনলাইন শিক্ষার মনোনয়নের পরামর্শ দেওয়া।দুটি কমিটির পরামর্শ অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক আগামী ২৯ শে জুলাই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষাগুলি হবে বলে ঘোষণা করেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন