শিরোনাম

প্রচ্ছদ /   কি কারণে আত্মহত্যা করেছেন নিজে এসে জানিয়ে গেলেন সুশান্ত রাজপুত

কি কারণে আত্মহত্যা করেছেন নিজে এসে জানিয়ে গেলেন সুশান্ত রাজপুত

Avatar

রবিবার, জুলাই ১৯, ২০২০

প্রিন্ট করুন

প্যারানরমাল বা অলৌকিকতায় বিশ্বাস করেন না এমন মানুষ হয়ত হাতে গোনা কয়েকজনই রয়েছে। স্বাভাবিক পরিবেশ, পরিস্থিতির বাইরে গিয়ে অস্বাভাবিক এমন কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলোর সরাসরি কোনো ব্যাখ্যা হয় না। প্যারানরমাল এমন বিষয় নিয়ে বিশ্বে গবেষণাও বিস্তার লাভ করছে সেই প্রাচীন যুগ থেকেই। একুশ শতকে এসেও এমন অনেক প্যারানরমাল ব্যাপার ঘটছে সকলের চোখের সামনেই। সাম্প্রতিক সময়ে এমনই একটি অস্বাভাবিক কাণ্ড করতে দেখা গিয়েছে স্টিভ হফকে।

প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হফ সম্প্রতি দাবি করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মার সাথে কথা বলেছেন তিনি। দীর্ঘ দশ বছর ধরে একটি যন্ত্র বানিয়ে সেটার মাধ্যমেই যোগাযোগ করেছেন সুশান্তের আত্মার সাথে। এই সম্পর্কিত দুইটি ভিডিও ইতোমধ্যে সাড়া ফেলেছে ইউটিউবে। স্টিভের দাবি সুশান্তের আত্মার সাথে যোগাযোগের মাধ্যমে তার পরিবারের সকলের সাথে কথা বলতে পারবে সুশান্তের আত্মা।

স্টিভ হফ কিছুদিন আগে ইউটিউবে দুইটি ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যায় ‘স্পিরিট বক্স’ নামে একটি যন্ত্র তৈরি করছেন তিনি। এই যন্ত্রের মাধ্যমে সুশান্তের আত্মার সাথে কথা বলেছেন এমনটাও দেখা যায় ভিডিওটিতে।

স্টিভের আপলোড করা প্রথম ভিডিওতে সুশান্তের আত্মার সাথে যে কথোপকথন দেখা যায় সেখানে স্টিভ বলেন, ‘আপনি কী আলোতে আছেন?’ স্টিভের এমন প্রশ্নের জবাবে সুশান্তের আত্মা জানায়, ‘স্টিভকে বলুন আমি আলো দেখতে পাচ্ছি’। স্টিভ পরের প্রশ্নে জিজ্ঞেস করেন, ‘আপনি গতকাল দেখা আলোয় ছিলেন?’। জবাবে সুশান্তের আত্মা জানায়, ‘আমি সেখানে ছিলাম’।

স্টিভ হফ এরপর সুশান্তের আত্মার উদ্দেশে বলেন “আপনার অনেক ভক্ত আছে। আপনি কী ভক্তদের উদ্দেশে কিছু বলতে চান? গত দশ বছর চেষ্টা করে এই ডিভাইসটি বানিয়েছি। সুশান্তকে আহবান জানাচ্ছি তার পরিবার ও ভক্তদের জন্য কিছু বলার।”

প্রথম ভিডিও এখানেই শেষ হলেও দ্বিতীয় ভিডিওতে দেখা যায় সুশান্তের মৃত্যুর আগে তিনজন ব্যক্তির সাথে কথা কাটাকাটি করতে। এর বেশি কিছু জানা যায়নি ভিডিও দুটি থেকে।

এদিকে গত ১৪ জুন সুশান্তের ঝুলন্ত মিরা দেহ উদ্ধার করার পর থেকেই পুলিশ ধারনা করছে আত্মহত্যা করেছে সুশান্ত সিং রাজপুত। তবে স্টিভের ভিডিওর যদি সত্যতা পাওয়া যায় তাহলে ধরে নেয়া যেতে পারে আসলে খুন হয়েছিলেন সুশান্ত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন