শিরোনাম

প্রচ্ছদ /   যে কারণে মৃত্যুর আগে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন সুশান্ত

যে কারণে মৃত্যুর আগে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন সুশান্ত

Avatar

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০

প্রিন্ট করুন

চলতি মাসের ২৪ জুলাই অনলাইন প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। সিনেমাটি নিয়ে আগে খুব বেশি আলোচনা না হলেও সুশান্তের মৃত্যুর পর তাড়াহুড়া করেই মুক্তি দেয়া হচ্ছে ‘দিল বেচারা’। ভক্তরা অবশ্য জোর দাবি জানিয়েছিলেন বড় পর্দায় সিনেলাটি মুক্তি দেয়ার জন্য। তবে মহামারী করোনা ভাইরাসের কারনে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি।

লেখক জন গ্রের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ অবলম্বনে সিনেমাটি নির্মান করেছেন মুকেশ ছাবরা। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার রিলিজের পর একদিনেই বিশ্বের সব রেকর্ড ভেঙে সিনেমার ট্রেলার হিসেবে লাইক পেয়েছে এটি।

এদিকে গত ১৪ জুন সুশান্ত সিং পৃথিবী থেকে বিদায় নেয়ার পর ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পুরনো ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। যেগুলো আবার ভাইরালও হয়েছে বেশ। এমনই একটি ভিডিওতে দেখা যায় সুশান্ত সিং ‘দিল বেচারা’ সিনেমার সেটে দাড়িয়ে হাত জোড় করছেন।

সুশান্তের ভাইরাল হওয়া এই ক্লিপটি মূলত ‘দিল বেচারা’ সিনেমার শেষ দিনের শুটিংয়ের। এদিন শুটিং শেষ করে করার বেশ আগেই তার ভক্তরা সেটের বাইরে দাঁড়িয়ে তাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। শুটিং শেষ করে সুশান্ত বাইরে এসে দর্শকদের উদ্দেশে হাত জোড় করে প্রণাম করে তাদেরকে অভিবাদন জানান।

সুশান্তের এমন আচরণ সেদিন মুগ্ধ করেছিল তার ভক্তদের। এত বড় তারকা হয়েও ভক্তদের প্রতি এভাবে প্রণাম করে ভক্তদের সাড়া দেয়ায় বেজায় খুশি ছিলেন তার ভক্তরা। সুশান্তের স্মৃতি রোমন্থন করা এই ভিডিওটি ইতোমধ্যে দুই লক্ষ বার ভিউও হয়ে গেছে।

উল্লেখ্য, ‘দিল বেচারা’ সিনেমার টাইটেল ট্র্যাক ইতোমধ্যে ইউটিউবে রিলিজ করা হয়েছে। সনি মিউজিক এবং ডিজনি পালস হটস্টার একসাথে গানটি রিলিজ করেছে। অমিতাভ ভট্টাচার্যের লেখা গানটিতে সুর ও সংগীতশিল্পী হিসেবে রয়েছে এ আর রহমান। টাইটেল ট্র্যাকটিও ইতোমধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে ইউটিউবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন