শিরোনাম

প্রচ্ছদ /   ফের পরিবর্তি হলো হাওড়া দিল্লি ট্রেনের সময় দেখেনিন পরিবর্তিত সময়সূচী

ফের পরিবর্তি হলো হাওড়া দিল্লি ট্রেনের সময় দেখেনিন পরিবর্তিত সময়সূচী

Avatar

মঙ্গলবার, জুলাই ৭, ২০২০

প্রিন্ট করুন

মহামারী করোনা ভাইরাস যখন ভারতে আক্রমণ করে তখন শুরুর দিকে আতঙ্কের অন্ত ছিল না মানুষের মধ্যে। প্রথমদিকে সংক্রমনের মাত্রা কম থাকলেও আতঙ্ক নিয়েই দিন পার করেছে মানুষ। সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাণঘাতী করোনা দিন দিন ভয়াবহ রূপ ধারন করলেও আতঙ্ক ধীরে ধীরে কমে আসছে।

করোনা মোকাবেলা গোটা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন জনবহুল দেশ ভারতের সরকারের পক্ষ থেকেও নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। দীর্ঘ সময় লকডাউন কিংবা বিশেষ অঞ্চলে কারফিঊ জারির মাধম্যে সংক্রমন কিছুটা কমানো গেলেও ভ্যাকসিন না আসা পর্যন্ত আতঙ্ক থেকেই যাচ্ছে।

সংক্রমন ঠেকাতে সরক্রের গৃহিত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ রাখা। অবশ্য ইতোমধ্যে সীমিত পরিসরে চালু হয়েছে বাস এবং ট্রেন। গত জুন মাসেই করোনার কথা মাথায় রেখে মেইল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন ১২ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় রেল বোর্ড। তবে সীমিত আকারে কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।

নয়া দিল্লি থেকে হাওড়া চলাচলকারী স্পেশাল ট্রেনের সময় বদলে নতুন সময়সূচী দিয়েছে রেল বোর্ড।

নতুন সময়সূচী

**হাওড়া থেকে হাওড়া স্পেশাল ভায়া পাটনা স্পেশাল ট্রেন(০২৩০৩) চলবে একমাত্র শনিবার। নতুন সময়সূচি লাগু হবে ১১ জুলাই থেকে।

** দিল্লি থেকে নয়াদিল্লি-হাওড়া স্পেশাল(০২৩০৪) ভায়া পাটনা স্পেশাল ট্রেন চলবে একমাত্র শনিবার। নতুন সময়সূচি লাগু হবে ১২ জুলাই থেকে।

** হাওড়া থেকে হাওড়া-নয়াদিল্লি স্পেশাল(২০৩৮১) ভায়া ধানবাদ চলবে একামাত্র বৃহস্পতিবার। নতুন সময়সূচি লাগু হবে ১৬ জুলাই থেকে।

** নয়া দিল্লি থেকে নয়া দিল্লি-হাওড়া স্পেশাল(০২৩৮২) ভায়া ধানবাদ চলবে একমাত্র শুক্রবার। নতুন সময়সূচি লাগু হবে ১৭ জুলাই থেকে।

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী রেলগুলো হাওড়া থেকে ১০ জুলাই পর্যন্ত এবং নয়া দিল্লি থেকে ১১ জুলাই পর্যন্ত পুরনো সূচী অনুযায়ী চলবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন