শিরোনাম

প্রচ্ছদ /   তিন বা চার নয় আলিয়া ভাটের জীবনে এখন পর্যন্ত যত পুরুষ এসেছে

তিন বা চার নয় আলিয়া ভাটের জীবনে এখন পর্যন্ত যত পুরুষ এসেছে

Avatar

মঙ্গলবার, জুলাই ৭, ২০২০

প্রিন্ট করুন

সাধারণভাবে কোনো নতুন সিনেমা রিলিজ হবার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নায়ক-নায়িকারা। তবে বেশ কিছুদিন ধরেই সুশান্ত সিং রাজপুত আলোচনায় রয়েছেন মৃত্যুর কারনে। সমালোচনাকারীরা যখন স্বজনপোষণ আন্দোলনে যোগ দিচ্ছেন তখন নতুন করে আলোচনায় আসেন মহেশ ভাট এবং তার কন্যা আলিয়া ভাট।

বলিউডের আলোচিত নায়িকা আলিয়া ভাটের সিনেমা জগতে পা রাখার আগে ব্যক্তিগত জীবন কেমন ছিল? কীভাবে এসেছেন বলিউড পাড়ায়? অথবা তার জীবনে কতজন পুরুষ এসেছিলেন?

আলিয়ার বাবা মহেশ ভাটের দ্বিতীয় পক্ষের স্ত্রী হচ্ছেন জার্মান বংশোদ্ভূত সোনিয়া রাজদান যার গর্ভেই জন্ম আলিয়ার। তবে পিতা মহেশ ভাটের সাথে খুব বেশি সুসম্পর্ক কখনোই ছিল না তার। বলিউডে যখন স্বজনপোষণ আন্দোলন তীব্র আকার ধারন করেছে তখন আলিয়া ভাটের বলিউডে পা রাখার ইতিহাস ঘেটে জানা যায় ভিন্ন তথ্য।

মূলত কিন্ডার গার্টেনে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি তার আলাদা ঝোঁক ছিল ফলে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন তিনি। মাত্র ৫ বছর বয়সে যখন অভিনয় জগতে পা রাখেন তখন তার পিতা মহেশ ভাটের পরিচালিত ‘সংঘর্ষ’ সিনেমায় প্রীতি জনতার শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ছোটবেলা থেকেই শমক দাভরের কাছে নাচ শিখা আলিয়া নায়িকা হিসেবে প্রথম ছবিতে অভিনয় করেন ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ সিনেমাতে। সেখান থেকেই স্বজনপোষণের সমালোচনার তীরে বিদ্ধ হন তিনি। আলিয়া অবশ্য দাবি করেছিলেন ৫০০ জনের মধ্যে অডিশন দিয়ে তবেই সুযোগ পেয়েছিলেন তিনি।

‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাল্লি বয়’, এসব ছবিতে অভিনয়ের মাধ্যমে ২০১৯ সালে সর্বোচ্চ উপার্জনক্রী বলিউড নায়িকাও হন তিনি।

বর্তমান সময়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও এর আগে বহুবার তার প্রেমের খবর এসেছে মিডিয়ায়। স্কুলজীবনে আলিয়ার প্রেমিক হিসেবে নাম শোনা যায় রমেশ দুবের। তার জীবনের প্রথম প্রেমিক ছিলেন তিনি। অভিনেত্রী হবার আগেই তার জীবনে দ্বিতীয় পুরুষ হিসেবে আসেন রমেশ দাদারকর। এই সম্পর্ক অবশ্য খুব বেশি দিন স্থায়ী হয়নি। নায়িকা হওয়ার পর শুরুর দিকেই এক বিখ্যাত বিজনেসম্যানের সাথে তার সম্পর্কের খবর শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটা ধোঁয়াশাই থেকে গেছে।

‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবিতে একসাথে অভিনয়ের পর আলিয়ার নাম জড়ায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে একসাথে জুটি বাধার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোড়ালো হয়। তবে সময় বাড়ার সাথে সাথে রণবীরের সাথে সম্পর্কের গভীরতা বাড়ায় সিদ্ধার্থ চলে যান আলোচনার বাইরে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন