শিরোনাম

প্রচ্ছদ /   ভয় পেয়ে লাদাখ ছাড়া নিয়ে যে সিদ্ধান্ত জানালো চীনা সেনাবাহিনী

ভয় পেয়ে লাদাখ ছাড়া নিয়ে যে সিদ্ধান্ত জানালো চীনা সেনাবাহিনী

Avatar

সোমবার, জুলাই ৬, ২০২০

প্রিন্ট করুন

এবার বাহ্রতের জন্য গালওয়ান থেকে কিছুটা হলেও ভালো খবর শোনা গেলো, সেটা হল এবার নাকি গত ১৫ জুন দুই দেশের সেনাদের মধ্যে যে সংঘাত হয়েছিল, সেখান থেকে কিছুটা হলেও সড়ে গেলো চিনা সেনা।

এবার কূটনৈতিক মহলের তরফ থেকে যে খবর এসেছে সেটা শুনে মনে হল, যে দুই দেশের সংঘাত এবার কমতে চলেছে, গত ৪৮ ঘন্টার মধ্যে, সেনা মিলিটারির টানা বৈঠক হয়েছে, আর সেখানকার আলোচনার ভিত্তিতে এই পরিস্থিতি উঠে এসেছে।

গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী এই লাদাখ ভ্রমণ করেছে, একেবারে সারপ্রাইজ ভিজিট যাকে বলে, আর তার ফলে সেনাদের মনোবল যে বৃদ্ধি পেয়েছে সেটা স্পষ্ট। সাথে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে চিনের নাম না করে হুশিয়ারী দিয়েছেন, সেটা শুনেই চিন কিছুটা হলেও চিন্তায় পড়েছে, এটা স্পষ্ট।

প্রধানমন্ত্রীর সাথে ছিল সেদিন বিপিন রাওয়াত ও এম এম নারাভানে। সেদিন আহত সেনাদের সাথে দেখা করেছেন তিনি, সাথে সেখানে গিয়ে সামরিক উন্নত অস্ত্রের আমদানি করার কথা জানিয়েছেন।

গত ১৫ জুন দুইদ এশের সংঘাতে ভারতের ২০ জন সেনা শহীদ হয়েছেন, তাদের তিনি শ্রদ্ধা জানিয়েছেন, ইন্দো তিব্বত পুলিশের সাথে দেখা করেছেন তিনি। ইন্দো চিন সংঘাত গত ৪৫ বছর পরে দেখা গেলো। এবারস এই ইতিহাস, রক্তক্ষয় মনে করিয়ে দিচ্ছে।

দুই দেশ শান্তি পূর্ণ বৈঠক করে চলেছে, কিন্তু তার সমাধান হয় নি এখনও, প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের দিকে হাত বাড়ালে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। একেবারে ভারত এই প্রত্যাঘাতের জন্য তৈরী। আর সেটা যে ডিজিটাল স্ট্রাইক দিয়ে শুরু হয়ে গেছে, সেটা স্পষ্ট, এবার বাণিজ্যিক ক্ষত্রেও সেটা যে হতে চলেছে ভারত তা বুঝিয়ে দিয়েছে।

আসলে চিন ভারতের জায়গাকে নিজেদের বলে দাবি করছে, সূত্রের মাধ্যমে যে খবর পাওয়া গেছে সেটা হল ফিংগার-৪ যেখানে চিন এখন অবস্থান করছে, সেখান থেকেই পিছু হটতে বলা হয়েছে যেটা চিন করবে না বলেই জানা গেছে, কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয়, যেটা বৈঠকের মাধ্যমে প্রকাশ হয়েই গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন